New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-157.jpg)
ঘটনার আকস্মিকতায় সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন।
ঘটনার আকস্মিকতায় সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন।
ঘটনার আকস্মিকতায় সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিওর পাশাপাশি কিছু পুরনো ভিডিও’ও মাঝে মধ্যেই ভাইরাল হয়। এমনই একটি পুরানো ভিডিও ফের সোশ্যাল মিডিয়া শিরোনামে। ডেন্টাল ক্লিনিকে হঠাৎ করেই অস্ত্র হাতে বেশ কয়েকজন দুষ্কৃতী প্রবেশ করে। ঠিক সেই সময়ে ক্লিনিকে চিকিৎসাধীন এক অফ-ডিউটি পুলিশকর্মী একেবারে হিরোয় কায়দায় তাদের সঙ্গে লড়াই করে অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন। আর সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু সশস্ত্র দুষ্কৃতী একটি ডেন্টাল ক্লিনিকে ঢুকে তাণ্ডব চালায়। সেই সময় ক্লিনিকে মহিলা ডাক্তার এক পুলিশকর্মীর দাঁতের চিকিৎসা করছিলেন। সশস্ত্র দুষ্কৃতী ক্লিনিকে থাকা ডাক্তার এবং রোগীদের হুমকি দিতে শুরু করে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সেখানে উপস্থিত ওই রোগী সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে তাদের বাগে আনেন। আসলে ওই রোগী ছিলেন অফ ডিউটি পুলিশ অফিসার। ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায় এই হাড়হিম ভিডিও ধরা পড়েছে। যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
They tried to rob this office but the patient became a hero!pic.twitter.com/guoqRCPLTQ
— The Figen (@TheFigen_) April 13, 2023
ভাইরাল ভিডিওতে আপনি দেখেছেন যে একজন মহিলা ডাক্তার একজন রোগীর দাঁতের চিকিৎসা করছেন, এমন সময় কয়েকজন ডাকাত অস্ত্র হাতে সেখানে প্রবেশ করে। ধারালো ছুরি দিয়ে সব কর্মচারীকে ভয় দেখাতে থাকে। এমন সময় ওই পুলিশকর্মী মাটিতে শুয়ে পড়েন। এরপর ডাকাত দলের এক সদস্য ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশকর্মীকে তল্লাশি চালানো শুরু করতেই তাঁর কোমরে একটি বন্দুক বেরিয়ে আসে, সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই ডাকাত। এরপর পুলিশকর্মী ওই ডাকাতকে ধরে ফেলেন। ঘটনার আকস্মিকতায় সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন। আর পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।