New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-313.jpg)
এই ভিডিও দেখার পর বিজেপি সমর্থকরা আনন্দে আত্মহারা।
এই ভিডিও দেখার পর বিজেপি সমর্থকরা আনন্দে আত্মহারা।
এই ভিডিও দেখার পর বিজেপি সমর্থকরা আনন্দে আত্মহারা।
উজাড় করা ভালবাসায় মোদীকে চুমু!ছবি দেখেই কেঁদে কেটে একাকার, মোদী ভক্তের কাণ্ডে অবাক নেটপাড়া। প্রধানমন্ত্রী মোদীর ছবি দেখে কেঁদে ফেললেন এক কৃষক, ছবিতেই ভালবাসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রীকে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের সবচেয়ে জনপ্রিয় জননেতা। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেই মোদীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এর মাঝেই এক মোদী ভক্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যিনি প্রধানমন্ত্রী মোদীর ছবি দেখে কাঁদতে শুরু করেছেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ভাইরাল ভিডিওতে যে বৃদ্ধ মানুষকে দেখা যাচ্ছে উনি একজন কৃষক। ভাইরাল ভিডিওতে কৃষককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আবেগাপ্লুত হয়ে কথা বলতেও দেখা যায় তাকে। ভিডিওতে দেখা যায়, ্মোদীর ছবির সঙ্গে কথা বলতে বলতে কাঁদতে শুরু করেন তিনি।
@narendramodi @PMOIndia @AmitShah @ANI @anandmahindra @republic @BJP4India A farmer in Karnataka has shown
his deep affection for and
gratitude to our beloved Prime Minister in an emotional video. pic.twitter.com/DR3g0FVE7M— MOHANDAS KAMATH (@MOHANDASKAMATH3) March 28, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বাসের গায়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি সাঁটানো হয়েছে। যেখানে একজন কৃষক তার ছবি দেখে তাকে চুমু খাচ্ছেন। আবেগে প্রধানমন্ত্রী মোদীকে দেখে কেঁদেও ফেলেছেন তিনি। এই ভিডিও দেখার পর বিজেপি সমর্থকরা আনন্দে আত্মহারা।