New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-124.jpg)
মুহূর্তেই আইসক্রিম বিক্রেতার স্কেচ তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক শিল্পী।
শিল্পীর অনন্য দক্ষতায় প্রশংসার ঝড়
মুহূর্তেই আইসক্রিম বিক্রেতার স্কেচ তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক শিল্পী।
মুহূর্তেই আইসক্রিম বিক্রেতার স্কেচ তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক শিল্পী। তার এই কর্মকাণ্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিক্রেতার মন জিতে মিষ্টি প্রতিক্রিয়ায় বুঁদ তামাম বিশ্ব। আজকাল একজন শিল্পীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে তাকে একজন আইসক্রিম পার্লার কর্মীর স্কেচ তৈরি করতে দেখা যায়। যা তিনি ওই কর্মীকে উপহার দেন। উপহার পেয়ে রীতিমত আপ্লূত ওই বিক্রেতা।
অনেক ধরণের শিল্পী তাদের অনন্য শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরণের নানান শিল্পকর্ম মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি এক শিল্পীর ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। মিনিটে আইসক্রিম বিক্রেতার স্কেচ তৈরি করে শিল্পীকে তাক লাগিয়ে দিতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে একজন শিল্পীকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকজনের পাশাপাশি দোকানে বসে থাকা লোকজনের স্কেচ তৈরি করতে দেখা যায়। ওই ব্যক্তি মাত্র কয়েক মিনিটে কাগজে কলম দিয়ে মানুষের স্কেচ তৈরি করছেন। শিল্পীর এই দক্ষতা সেখে সকলেই অবাক। অনবদ্য এই শিল্পকর্ম সকলের মন জয় করেছে। এরকম একটি ভিডিওতে, শিল্পীকে একটি আইসক্রিম পার্লারে কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির স্কেচ তৈরি করতে দেখা যায়।
সোহান ভিকে নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে, শিল্পী আইসক্রিম পার্লারের কর্মীর একটি স্কেচ তৈরি করে তাকে উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বিক্রেতা শিল্পীর এমন কর্মকাণ্ডে রীতিমত আপ্লূত হয়ে পড়েন। খুশিতে ভরে ওঠে তার চোখ খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে ৯২ লাখের বেশি, বার দেখা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায় শিল্পীকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকেদের দোকান বা কোথাও দাঁড়িয়ে থাকা লোকজনের স্কেচ তৈরি করে উপহার দিতে। শিল্পীর কাছ থেকে তাদের স্কেচ পেয়ে সবার মুখেই ধরা পড়ে অনাবিল খুশি। এ কারণেই শিল্পীর অনন্য দক্ষতার প্রশংসা করতে দেখা যায় সবাইকে।