Advertisment

টিকিটেই ফুটে উঠল মা-সন্তান, তাক লাগানো দক্ষতায় শিল্পীর সেরা চমক, দেখুন video

ভিডিওটি দেখে ব্যবহারকারীরা শিল্পীর ভূয়সী প্রশংসা করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video of Artist, Trending Video of Artist, Amazing Video of Artist, Shocking Video of Artist, latest tending Video of Artist, trending Video of Artist on twitter, trending Video of Artist on facebook, trending Video of Artist on instagram, trending Video of Artist on youtube,

চলন্ত ট্রেনের কামরায় ফুটিয়ে তুললেন নিজের শিল্পসত্ত্বাকে। আর এমনই শিল্পকর্ম মন ছুঁয়ে গেল লক্ষ লক্ষ মানুষের। ট্রেনে ভ্রমণের সময় উলটো দিকের সিটে বসে রয়েছেন মা-সন্তান। সেই ছবিকেই ট্রেনের টিকিটে ফুটিয়ে তুলে সকলকে তাক লাগিয়ে দিলেন শিল্পী অভিজিৎ পঙ্কজাক্ষী।

Advertisment

ভিডিওটি অভিজিৎ পঙ্কজাক্ষী নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। এই ভিডিওতে, অভিজিৎ পঙ্কজাক্ষীকে একটি স্কেচ তৈরি করতে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, অভিজিৎ নিজে একজন শিল্পী বলছেন। যিনি ট্রেনে সফরকালীন সময়ে সামনের আসনে বসে থাকা মা-সন্তানের একটি স্কেচ ফুটিয়ে তোলেন ট্রেনের টিকিটে।

ইনস্টাগ্রামে শেয়ার করা অনেক ভিডিওতে, অভিজিতের স্কেচ আর্ট দেখে সকলেই হতবাক। ভিডিওতে দেখা যায়, ট্রেনে ভ্রমণরত এক মহিলা সিটে বসে ঘুমাচ্ছেন। এমন সময় তার মেয়েকেও তার কাঁধে মাথা রেখে ঘুমাতে দেখা যায়। এদিকে তার সামনে বসে থাকা শিল্পী তার ট্রেনের টিকিটে মা-সন্তানের স্কেচ বানাচ্ছেন। শেষে শিল্পীর অপরূপ শিল্পসত্ত্বাকে সকলেই কুর্নিশ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই ভিডিওটি দাবানলের মত ছড়িয়ে পড়েছে।  খবর লেখা পর্যন্ত এটি ৪১ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৩ মিলিয়নের বেশি লাইক পেয়েছে। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা শিল্পীর ভূয়সী প্রশংসা করছেন। কিছু ব্যবহারকারী এটিকে সেরা ভিডিও বলেও বর্ণনা করেছেন। অন্যদিকে, কিছু ব্যবহারকারী বলেছেন যে তারা এত সুন্দর ভিডিও আগে কোথাও দেখেননি।

viral news viral Trending News
Advertisment