scorecardresearch

বিশেষ ধাঁচে কাগজ কেটেই কেল্লাফতে! শিল্পীর চোখধাঁধানো প্রতিভাকে কুর্নিশ

মাইকেল জ্যাকসন থেকে কিশোর কুমার খোঁদাই করা শিল্পকর্মে অবাক সকলে

Shahid Kapoor portrait, Portrait Paper cutting, Viral Video of Paper cutting Art, Trending Video of Paper cutting Art, Amazing Video of Paper cutting Art, Shocking Video of Paper cutting Art, latest tending Video of Paper cutting Art, trending Video of Paper cutting Art on twitter, trending Video of Paper cutting Art on facebook, trending Video of Paper cutting Art on instagram, trending Video of Paper cutting Art on youtube

কাগজ কেটে বিশেষ প্যাটার্নে আশ্চর্যজনক ভাবে তৈরি করা এই প্রতিভা সত্যিই অসাধারণ। ভাইরাল ছবি দেখে একেবারে তাজ্জব নেটপাড়ার মানুষজন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন শিল্পীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে শিল্পীকে কাঁচির সাহায্যে একটি বিশেষ প্যাটার্নে কাগজ থেকে তৈরি করতে দেখা যায় প্রতিকৃতি। যা দেখে বিস্মিত ব্যবহারকারীরা।

ভিডিওতে দেখা যায়, টিভির সামনে দাঁড়িয়ে আছেন এক শিল্পী। ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত প্লেব্যাক গায়ক কুশোর কুমারের ছবি দেখা যাচ্ছে টিভিতে। যার সামনে শিল্পীকে তার হাতে একটি কাগজ ধরতে দেখা যায়, যা একটি বিশেষ প্যাটার্নে কাগজটি ভাঁজ করার পরে কাঁচির সাহায্যে কাটা শুরু করে। ভিডিওটি দেখার আগে কেউ কিছু বুঝতে পারে না। ভিডিওটির শেষে, শিল্পী যখন কাগজটি খোলেন, তখন তাতে কিশোর কুমারের প্রতিকৃতির একটি ঝলক দেখা যায়।

এছাড়া আরেকটি ভিডিওতে এই শিল্পীকে জনপ্রিয় মার্কিন পপ গায়ক মাইকেল জ্যাকসনের প্রতিকৃতি বানাতে দেখা যায়। এই ভিডিওতেও আমরা টিভিতে মাইকেল জ্যাকসনের ছবি দেখতে পাচ্ছি এবং শিল্পী তার হাতে ডিসপোজাল প্লেটটি একটি বিশেষ প্যাটার্নে ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে ফেলে এবং তাতে মাইকেল জ্যাকসনের ছবি খোদাই করেন।

জানা গিয়েছে এই শিল্পীর নাম সুখেন্দ্র সাংওয়ান। ইন্সটা বায়ো অনুসারে নিজেকে কাগজ কেটে প্রতিকৃতি তৈরিতে বিশ্ব রেকর্ডধারী বলেও উল্লেখ করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Artist made a portrait in a surprising way by cutting paper in a special pattern