নিজের এক চিলতে দোকানে বসেই ফুল বিক্রি করছিলেন বৃদ্ধা। হঠাৎ করেই এক ক্রেতার ক্যানভাসে নিজের প্রতিকৃতি দেখে বিষ্ময় চোখে সেদিকে ভাল করে দেখলেন। নিজের এমন সুন্দর স্কেচ দেখে খুশির সীমা ছিল না বৃদ্ধার।
Advertisment
শিল্পী চৈতন্য লিমায়ের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, দোকানে বসে থাকা এক বৃদ্ধা মহিলার একটি ছোট স্কেচ তৈরি করতে দেখা গেছে।
প্রতিভাবান এবং পরিশ্রমী শিল্পীরা তাদের প্রতিভায় সকলকে তাক লাগিয়ে দেন। আর আজকের ইন্টারনেটের যুগে এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে থাকে হামেশাই। পুনের এমনই এক ব্যক্তির অবিশ্বাস্য শিল্পকর্ম আপনাকে অবাক করতে বাধ্য।
শিল্পী চৈতন্য লিমায়ের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, তাকে তার দোকানে বসে ফুল বিক্রেতা এক বৃদ্ধার স্কেচ তৈরি করতে দেখা গেছে। মহিলা তার ফুলের দোকানে মালা তৈরিতে ব্যস্ত, ঠিক সেই সুযোগে স্কেচটি সম্পূর্ণ করে এবং তাতে রঙ করতে দেখা যায় শিল্পীকে।
তিনি এই ছবি শেয়ার করে লিখেছেন, “আমি এই বৃদ্ধ মহিলাকে তার ফুলের দোকানে মালা বানাতে দেখেছি। তার সমস্ত ফোকাস ছিল তাজা এবং সবচেয়ে রঙিন ফুল দিয়ে তৈরি করা মালা। বৃদ্ধাকে সেই ছোট্ট দোকানে তার ফি দিনের এই রুটিন আমাকে আঁকার সাহস জোগায়”।
ভিডিওটি ইতিমধ্যেই ২৪ লক্ষ ভিউ, অজস্র লাইক ও কমেন্টে ভরে উঠেছে। স্কেচ দেখে মহিলার প্রতিক্রিয়া জানতে চেয়ে কমেন্ট করেছেন অনেকেই।