New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_157a1a.jpg)
শিল্পীর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই
শিল্পীর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।
শিল্পীর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই
বাসের টিকিটে বাস কন্ডাক্টরের স্কেচ তৈরি করে চমকে দিলেন এক শিল্পী। প্রতিভার অনন্য নিদর্শনকে ধন্য ধন্য করছেন সকলেই।
ভিডিওটি শুরু হয় বাসের কন্ডাক্টরকে গন্তব্যের সঠিক ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করেন এক ব্যক্তি। টিকিটটি ফেলে না দিয়ে শিল্পী টিকিটের পেছনে বাস কন্ডাক্টরের স্কেচ বানাতে শুরু করেন।
প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রতিভার নানান নিদর্শন। তেমনই এক ভিডিও ইন্টারনেটে ট্রেন্ড করছে। সাধারণ মুহূর্তকে অসাধারণ কিছুতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাসে উপস্থিত থাকা এক শিল্পী। বাসে ভ্রমণের সময় টিকিটের পেছনে বাস কন্ডাক্টরের স্কেচ বানাতে শুরু করেন সেই শিল্পী। যাত্রা শেষ হওয়ার পর যাত্রীরা নামার সঙ্গে সঙ্গে শিল্পী কন্ডাক্টরের কাছে যান। এবং তাকে সেই টিকিটটি দেন যার উপর তিনি কন্ডাক্টরের একটি স্কেচ তৈরি করেছিলেন। কন্ডাক্টর অবাক হয়ে তার দিকে তাকায় এবং তারপর তার মুখে একটি সুন্দর হাসির ঝলক দেখা যায়।
মন ছুঁয়ে যাওয়া এই কথোপকথনের ভিডিওটি দেখা হয়েছে তিন কোটিরও বেশি বার। শিল্পীর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন সকলেই এবং কমেন্টে সকলেই শিল্পীর প্রশংসায় ভরিয়ে তুলেছেন।