New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/VIRAL.jpg)
বারাণসীর সিগরা এলাকার শিব পার্বতী মন্দিরে দেখা যায় একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দেব দেবীর মূর্তির মুখ।
গোটা দেশ জুড়ে চলছে দূষণ দানবের অত্যাচার। যা আপনার অজান্তে রাজত্ব গড়ছে ফুসফসের অন্দরমহলে। রাতারাতি এর প্রতিকার না করলে ভয়ঙ্কর এক ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। সম্প্রতি এই দূষণ ভরপুর দেশে ভাইরাল দেবতাদের ছবি। তাদের নাক মুখ ঢেকে পরিয়ে দেওয়া হয়েছে মাস্ক। ব্যাখ্যায় বলা হচ্ছে, এই দূষণে কষ্ট হচ্ছে দেবতাদেরও।
বারাণসীর সিগরা এলাকার শিব পার্বতী মন্দিরে দেখা যায়, একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দেব দেবীর মূর্তির মুখ। শিব, দুর্গা, কালি এবং সাই বাবার মুখও ঢেকে দেওয়া হয়েছে। দীপাবলির পর বাতাসে দূষণ মাত্রা ছাড়িয়ে গেছে। সে কারণেই মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছেন, শীতের সময় আমরা দেবতাদের ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য কম্বল দিয়ে ঢেকেদি। ঠিক সে রকমই, দূষণের হাত থেকে বাঁচানোর জন্য দেব দেবীর মূর্তির মুখ ঢেকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সোনা কিতনা সোনা হে! দিলীপকে নিয়ে ঠাট্টায় মশগুল সোশাল
पर्यावरण की भयावह स्थिति को देखते हुए वाराणसी के सिगरा स्थित मंदिर में पुजारी हरीश मिश्रा और भक्तों ने बाबा भोलेनाथ समेत देवी दुर्गा और काली माता समेत साईं बाबा का पूजन कर मास्क पहनाया..#Varanasi #Pollution #VJpriyaJ pic.twitter.com/VyFOFdIhu5
— Priya Jain | پریا جان | પ્રિયા જૈન (@VJpriyaJ) November 5, 2019
Read the full story in English