New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-127.jpg)
ডিউটি শেষে অসাধারন নাচ, মহিলা পুলিশকর্মী হয়ে উঠলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন
এক মহিলা পুলিশকর্মী 'রেলস্টেশনে' বলিউড গানে অসাধারন নাচ করছেন। অভিব্যক্তিও বেশ চমৎকার।
ডিউটি শেষে অসাধারন নাচ, মহিলা পুলিশকর্মী হয়ে উঠলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন
ডিজিটালাইজেশনের যুগে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন। আর ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেলেব হয়ে ওঠার নেশায় রিল বানাতে মত্ত তরুণ প্রজন্ম। তাদের সেই সব ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অসমের এক মহিলা পুলিশ কর্মীকে ডিউটি শেষে রেলস্টেশনে ' Tu Cheez badi hai mast mast' নাচতে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা এই ভিডিওটি পছন্দ করছেন। মহিলা পুলিশের নাচের ধরণ দেখে উচ্ছ্বসিত মানুষজন।ভিডিওতে দেখা যায় অসমের এক মহিলা পুলিশকর্মী 'রেলস্টেশনে' বলিউড গানে অসাধারন নাচ করছেন। অভিব্যক্তিও বেশ চমৎকার। একই সঙ্গে তার ডান্স স্টেপের প্রশংসাও করছেন মানুষজন। ১৪ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে শ'য়ে শ'য়ে মানুষ শেয়ার করেছেন। বিশেষ বিষয় হল এই ভিডিওতে মানুষ ইতিবাচক মন্তব্য করছে। মানুষও মহিলা পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ।
ड्यूटी खत्म होने के बाद लेडीज असम पुलिस का इतना बढ़िया डांस ❤️🔥 pic.twitter.com/gQWivDaqB8
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) November 3, 2023
ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে মানুষ নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'দারুণ নাচের ভিডিও।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ব্রিলিয়ান্ট মুভস', অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'এমন নাচের ভিডিও খুব কমই দেখা যায়।'