New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-145.jpg)
অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তার টুইটার অ্যাকাউন্টে একটি খুব সুন্দর এবং ‘স্মরণীয়’ মুহূর্ত টুইট করেছেন।
সন্তানের সাফল্য সব বাবা-মায়ের কাছেই অত্যন্ত গর্বের। সেই সঙ্গে সন্তানকে প্রতিষ্ঠিত দেখাটা বাবা-মায়ের জন্য একটা স্বপ্ন। প্রত্যেক বাবা-মা চান যে তাদের সন্তান জীবনে সুপ্রতিষ্ঠিত হোক। সন্তানকে জীবনের সেরাটা দিতে কোন খামতি রাখেননা অভিভাবকরা। শিক্ষা থেকে চাকরি সফল সন্তানকে দেখে বাবা-মায়ের বুক গর্বে ভরে যায়। আসামের ডিজিপি এমনই একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁর মেয়ে ঐশ্বরিয়া সিং সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি থেকে সফলভাবে তার প্রশিক্ষণ শেষ করেন এবং বাবা-মেয়ে একে অপরকে স্যালুট জানিয়ে অভিবাদন জানান।
অসম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তার টুইটার অ্যাকাউন্টে একটি খুব সুন্দর এবং ‘স্মরণীয়’ মুহূর্ত টুইট করেছেন। টুইটে তাঁর মেয়ে আইপিএস ঐশ্বরিয়া সিং সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি থেকে সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন। দুজনেই একে অপরকে স্যালুট করছেন। সেই আবেগঘন মুহূর্ত সকলকেই আপ্লূত করেছে।
Words fail me. Received the salute from daughter @aishwarya_ips as she passed out of @svpnpahyd today. Picture courtesy @lrbishnoiips pic.twitter.com/aeHoj9msYG
— GP Singh (@gpsinghips) February 11, 2023
ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ১ল ফেব্রুয়ারি,অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে দায়িত্ব নিয়েছেন। এর আগে সিংকে আসামের বিশেষ ডিজিপি (আইন শৃঙ্খলা) পদে নিয়োগ করা হয়েছিল।
অসমের ডিজিপি হওয়ার ঘোষণার পরে, সিং টুইট করেছিলেন, “মা কামাখ্যার আশীর্বাদে আমি আসামের জনগণের সেবা করার সুযোগের অপেক্ষায় রয়েছি। অসমের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, গৌরবময় অসম পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি গর্বিত আমার প্রতি বিশ্বাস রাখার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ।
ঐশ্বরিয়া সিং UPSC 2021 সিভিল সার্ভিসেস পরীক্ষায় UPSC-তে সর্বভারতীয় পরীক্ষায় ৯৭ তম স্থান অর্জন করেন। এর আগে, তিনি ভারতীয় IRS অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ঐশ্বরিয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক পাস করার পর সর্বভারতীয় পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেন।