খুচরোই ভরসা, তিল তিল করে সঞ্চয়ের ৯০ হাজারেই স্বপ্নপূরণ যুবকের

হাজার হাজার ভিউ সহ অসংখ্য মানুষ পোস্টটিতে তাদের মতামত জানিয়েছেন।

হাজার হাজার ভিউ সহ অসংখ্য মানুষ পোস্টটিতে তাদের মতামত জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
assam, scooter, coins, viral video

হাজার হাজার ভিউ সহ অসংখ্য মানুষ পোস্টটিতে তাদের মতামত জানিয়েছেন।

ইন্টারনেটে ভাইরাল কিছু গল্প হয় ভিন্ন স্বাদের, কিছু হয় অনুপ্রেরণার।  কিছু গল্প সহজেই প্রমাণ করে আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন তবে কিছুই অসম্ভব নয়। আসামের এক ব্যক্তি তা প্রমাণ করে দেখিয়েছেন।  অমসের দারাং জেলার বাসিন্দা মোঃ সাইদুল হক তার কষ্টার্জিত অর্থ দিয়ে একটি টু-হুইলার কেনার স্বপ্ন পূরণ করেছেন। ৯০ হাজার টাকার স্কুটি কিনতে তার ভরসা ছিল কয়েন। তা দিয়েই সাধপূরণের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisment

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে শেয়ার করা একটি টুইটার থ্রেডে, দেখা যায় সাইদুলকে একটি টু-হুইলার শোরুমে কয়েন ভর্তি বস্তা নিয়ে হাঁটতে,  কাগজপত্রে সই করে কয়েন ভর্তি বস্তা শোরুমের হাতে তুলে দিয়ে তাকে স্কুটি কিনতে দেখা যায়।

Advertisment

সংবাদমাধ্যমকে সইদুল বলেন, "আমি বোড়াগাঁও এলাকায় একটি ছোট দোকান চালাই এবং একটি স্কুটার কেনা আমার কাছে ছিল এক স্বপ্ন। আমি ৫-৬ বছর আগে থেকেই কয়েন জমাতে শুরু করি। অবশেষে, আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমি এখন সত্যিই খুশি,"।

টু-হুইলার শোরুমের মালিক এএনআইকে জানিয়েছেন, "যখন আমার শোরুমের সেলস এক্সিকিউটিভ আমাকে বললেন যে একজন গ্রাহক প্রায় ৯০হাজার  টাকার কয়েন সহ একটি স্কুটার কিনতে আমাদের শোরুমে এসেছেন, তখন আমি বেশ আনন্দিত হই, আমি টিভিতে এমন খবর আগে দেখেছি।,” সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ক্রমাগত ভাইরাল হচ্ছে। হাজার হাজার ভিউ সহ অসংখ্য মানুষ পোস্টটিতে তাদের মতামত জানিয়েছেন।  

viral