/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/16-10-11-Coronavirus-patients-dance-and-sing.jpg)
কোয়ারেন্টাইন সেন্টারে একঘেঁয়ে জীবন যাপন অসহ্য হয়ে পড়েছিলেন সবাই। সেই বিরক্তিকর প্রহর কাটাতেই এবার নাচা-গানার পথ বেছে নিলেন সেন্টারে থাকা ব্যক্তিরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকরা অসমিয়া ভাষায় নাচা-গানা করছেন। তারপরেই সেই ভিডিও বেশ নজর কেড়ে নেয় নেটিজেনদের।
সংবাদসংস্থা এএনআই-য়ের পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে, অসমের ডিব্রুগড়ের এক কোয়ারেন্টাইন সেন্টারের ব্যক্তিরা মাস্ক পরেই নাচ গান করছেন। অন্য একজন বাঁশিতে সুরের ঝংকার তুলেছেন।
#WATCH Coronavirus patients dance and sing at a quarantine centre in Dibrugarh, Assam. (23.07.20) pic.twitter.com/SBjtIrSdks
— ANI (@ANI) July 24, 2020
Positivity???? https://t.co/ONlSzIwnqK
— Amitabh Kr. Sinha (@amitabhkr111) July 24, 2020
Nice energy good motivation
— ramesh (@rame063) July 24, 2020
Praying for speedy recovery sir
— Ujjwal chamoli (@UjjuChamoli) July 24, 2020
Wow.... mind-blowing
— Harsh (@Harsh79574442) July 24, 2020
All these patients seems like from middle class families. Why they are not at their home? utter misuse of public money...
— Amit Paul (@amitpaul_iiserb) July 24, 2020
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সবাই একজনকে করতালি দিয়ে উৎসাহিত করছেন। যিনি আবার বাঁশি বাজাতে চলেছেন। এর পরেই দুজন বিহু নাচ শুরু করেন। বাকিরা হাততালি দিয়ে পারফর্মারদের উৎসাহিত করতে থাকেন।
একই ভাবে কিছুদিন আগেই কর্ণাটকের অন্য এক কোয়ারেন্টাইন সেন্টারে ব্যক্তিদের নাচ-গানের ভিডিও ভাইরাল হয়েছিল।