একঘেঁয়েমি কাটাতে কোয়ারেন্টাইন সেন্টারেই উদ্দাম নাচ-গান, তুমুল আলোচনায় অসম

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সবাই একজনকে করতালি দিয়ে উৎসাহিত করছেন। যিনি আবার বাঁশি বাজাতে চলেছেন। এর পরেই দুজন বিহু নাচ শুরু করেন।

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সবাই একজনকে করতালি দিয়ে উৎসাহিত করছেন। যিনি আবার বাঁশি বাজাতে চলেছেন। এর পরেই দুজন বিহু নাচ শুরু করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোয়ারেন্টাইন সেন্টারে একঘেঁয়ে জীবন যাপন অসহ্য হয়ে পড়েছিলেন সবাই। সেই বিরক্তিকর প্রহর কাটাতেই এবার নাচা-গানার পথ বেছে নিলেন সেন্টারে থাকা ব্যক্তিরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকরা অসমিয়া ভাষায় নাচা-গানা করছেন। তারপরেই সেই ভিডিও বেশ নজর কেড়ে নেয় নেটিজেনদের।

Advertisment

সংবাদসংস্থা এএনআই-য়ের পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে, অসমের ডিব্রুগড়ের এক কোয়ারেন্টাইন সেন্টারের ব্যক্তিরা মাস্ক পরেই নাচ গান করছেন। অন্য একজন বাঁশিতে সুরের ঝংকার তুলেছেন।

Advertisment

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে সবাই একজনকে করতালি দিয়ে উৎসাহিত করছেন। যিনি আবার বাঁশি বাজাতে চলেছেন। এর পরেই দুজন বিহু নাচ শুরু করেন। বাকিরা হাততালি দিয়ে পারফর্মারদের উৎসাহিত করতে থাকেন।

একই ভাবে কিছুদিন আগেই কর্ণাটকের অন্য এক কোয়ারেন্টাইন সেন্টারে ব্যক্তিদের নাচ-গানের ভিডিও ভাইরাল হয়েছিল।

COVID-19