‘পৃথিবীর সবচেয়ে সুন্দর তুই’… ভিডিও কলে মহাকাশযান থেকে বার্তা বাবার, আনন্দে চোখে জল ছেলের

ভিডিও কলে বাবাকে দেখে খুবই খুশি এবং উত্তেজিত ছেলে।

ভিডিও কলে বাবাকে দেখে খুবই খুশি এবং উত্তেজিত ছেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
twitter,uae,astronaut,Mohammed Bin Rashid space centr"

মহাকাশচারীর ভিডিও কল, ছেলের সঙ্গে শেয়ার করলেন মহাকাশের অজানা হাজারো কাহিনী। সংযুক্ত আরব আমিরশাহীর এক মহাকাশচারী সুলতান আল নেয়াদি 'এ কল ফ্রম স্পেস' এর অধীনে তার ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এমন সময় তার ছেলে তাকে একটি মিষ্টি প্রশ্ন করে। যার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

মহাকাশচারী সুলতান আল নিয়াদি বর্তমানে একটি 'আন্তর্জাতিক মহাকাশ মিশনে' রয়েছেন। তিনি মহাকাশযান থেকে নিজেই একটি ভিডিও কলে তার ছেলের সঙ্গে কথা বলেছেন। এই কথোপকথনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছেলে আবদুল্লাহ সুলতান আল নিয়াদি তার বাবাকে ভিডিও কলে দেখে খুবই খুশি এবং উত্তেজিতও। বাবাকে শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট ছেলেটি। এর পরে সে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করে। মহাকাশচারীর ছেলে তার বাবাকে জিজ্ঞেস করে, পৃথিবীর কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? এর জবাবে মহাকাশচারী বলেন, ‘পৃথিবীতে যে জিনিসটি আমার সবচেয়ে ভালো লাগে সেটা হল তুই”।  

Advertisment

এই সুন্দর ভিডিওটি মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা আছে- 'এ কল ফ্রম স্পেস' অনুষ্ঠান চলাকালীন, মহাকাশচারী সুলতান আল নিয়াদির ছেলে জিজ্ঞেস করেছিলেন যে তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি কী পছন্দ করেন। এই ভিডিওটি খবর সময় পর্যন্ত হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। বাবা-ছেলের মিষ্টি কথপোকথন মন ছুঁয়ে গিয়েছে সকলের।

Viral Video