৭০ পেরিয়েও স্টেশনে রুমাল বিক্রি, বৃদ্ধের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে রেল স্টেশনে দীর্ঘ ১৭ বছর ধরেই রুমাল বিক্রি করে চলেছেন বছর ৭৮-এর বৃদ্ধ। সকাল বেলা স্নান খাওয়া সেরে পসরা নিয়ে বেরিয়ে পড়া আর সেই রাত্রে বাড়ি ফেরা। ৭০ পেরোনো হাসান আলির গল্প আপনাকে চমকে দেবে। মুম্বইয়ের বোরিভালি স্টেশনে নিয়মিত দেখা মিলবে তাঁর। সংসারকে কিছু সাহায্য করা আর যাতে বসে খেতে না হয় তার জন্যই ফি দিন রুমাল বিক্রি করেন তিনি।
হাসানের এই অনুপ্রেরণামূলক গল্প ইনস্টাগ্রামে শেয়ার করেছে হিউম্যানস অফ বোম্বে। জানা গিয়েছে হাসান আগে জুতোর দোকানে সেলসম্যানের কাজ করত। অবসরের পর নিজেই রুমাল বিক্রি করেন স্টেশনে। হাসানের কথায় বিক্রি করা একটা শিল্প। কেউ যখন না বলে তখন তার পিছনে কারণ টা বুঝে তিনি কচান সেটা বুঝে নেওয়াটা দরকার। তিনি বলেন, “ আমি অবসরের পর স্টেশনে রুমাল বিক্রি করি। বাড়িতে ছেলে, বৌ, নাতি, বৌমা রয়েছে। এতে সংসারের কিছু আয়ও হয়, আর বাড়িতে বসে থাকতে থাকতে শরীরের আলস্য চেপে ধরবে, সেটা যাতে না হয় যাতে সুস্থ সতেজ থাকতে পারি তাই প্রতিদিন আমার এই একই রুটিন”।
তিনি বলেন, “প্রতিদিন আমি আমার বাড়ি থেকে থেকে বাসে করে রুমাল বিক্রি করতে এখানে আসি। বছরের পর বছর ধরে আমি বেশ কিছু পকেট কাস্টমার তৈরি করেছি! তারা সবাই আমাকে ভালবাসে। আদর করে করে আমাকে কাকা বলে ডাকে। ক্রেতাদের প্রতি আমারও রয়েছে সমান ভালোবাসা।” তার গল্প সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুগ্ধ করেছে, ভাইরাল এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।