New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-94.jpg)
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছে IAS অবনীশ শরণ
বিনোদনে ভরা নেটদুনিয়া। মাঝে মধ্যে ইন্টারনেটে এমন সব সামগ্রী সামনে আসে যা দেখে নেটিজেনরা পিলে চমকে যেতে বাধ্য হন। বিশেষ করে কিছু সেরা দেশীয় উদ্ভাবন নজর কাড়ে সকলের। এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে এখন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে আপনি ভিরমি খেতে বাধ্য।
বাইকেই লাগানো রয়েছে গম ভাঙানোর মেশিন। যা দেখে তাজ্জব সকলেই। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, "আমার মা আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন। এই ব্যক্তি এই গম ভাঙানোর মেশিন নিয়ে আমার বাড়িতে এসেছেন। সেরা একটি উদ্ভাবন’!বাইকে লাগানো গম ভাঙানো মেশি্নের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন: < দশমে ৩৫% নম্বর পাওয়া ছেলেকে নিয়ে বাবা-মা’র সেলিব্রেশন, উদ্যোগকে সাধুবাদ নেটজনতার >
My mom sent me this video. This guy came to my home with this ‘Atta Chakki Machine.’
What an innovation. pic.twitter.com/bSnpcawgZR— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) June 9, 2023
ক্লিপটি মাত্র কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তার পর থেকে ক্লিপটি ১ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ভিডিও ঘিরে প্রচুর প্রতিক্রিয়া সামনে আসছে। নতুন প্রযুক্তি মানুষকে অবাক করেছে।