শৈশবের স্মৃতিতে ডুব দিয়ে পার্কে দোল, ভিডিও দেখে নস্টালজিক নেটপাড়া

পার্কের দোলনার দোল খেতেও দেখা যাচ্ছে মহিলাকে

পার্কের দোলনার দোল খেতেও দেখা যাচ্ছে মহিলাকে

author-image
IE Bangla Web Desk
New Update
woman slipped on slider, Aunty slipped after climbing the slider, Fisal Patti se girl aunty, Viral Video of Aunty, Trending Video of Aunty, Amazing Video of Aunty, Shocking Video of Aunty, latest tending Video of Aunty, trending Video of Aunty on twitter, trending Video of Aunty on facebook, trending Video of Aunty on instagram, trending Video of Aunty on youtube,

পার্কের ভিতরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোলনায় দোল খেলেন মহিলা, ভিডিও দেখে নস্টালজিক নেটপাড়া। পার্কে পৌঁছেই বাচ্চাদের সঙ্গে খুনসুটিতে মত্ত 'আন্টি', মজা আর দুষ্টুমিতে ফিরে দেখা শৈশবের হাতছানি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই এমন অনেক ভিডিও দেখতে পাই যে সকল ভিডিও আমাদের শৈশবের স্মৃতিতে ডুব দিতে বাধ্য করে। শৈশবের দিনগুলো সকলের কাছেই সোনালী স্বপ্নের মতই। আর সেই 'সোনালী মুহূর্তকে' একবারের জন্য ফিরে পেতে পার্কের ভিতর দোলনায় দোল খেতে দেখা গেল এক মহিলাকে। শৈশবে সবাইকে বন্ধুদের সাথে মজা, আনন্দ করতে দেখা যায়। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাইকে অবাক করে দিচ্ছে। যা দেখার পর সবাই হতবাক।

আসলে পার্কে পৌঁছানোর পর বৃদ্ধরাও শিশুর পাশাপাশি শৈশবের স্মৃতিতে হারিয়ে যায় পার্কে গিয়ে দোলনায় দোল খাওয়ার মজার মুহূর্তকে কোনভাবেই মিস করতে চান না। ভাইরাল হওয়া ভিডিওতে, দেখা যাচ্ছে পার্কের ভিতরে একজন বয়স্ক মহিলার দোলনায় দোল খাচ্ছেন। মহিলার এমন কীর্তি দেখে ব্যবহারকারীরাও শৈশবের স্মৃতিতে ডুব দিয়েছেন।

Advertisment

ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কস্তুরী গৌড়া নামে এক ব্যবহারকারী। ভিডিওতে, দেখা যাচ্ছে পার্কে পৌঁছানোর পরে এক বৃদ্ধাকে স্লাইডারে স্লিপ খেতে যেতে দেখা যায়। মুখের হাসি থেকে স্পষ্ট অনুমান করা যায় যে শৈশবের সেই মুহূর্ত ফিরে পেয়ে তিনি বেজায় উৎফুল্ল।

আরেকটি ভিডিওতে তাকে পার্কের দোলনার দোল খেতেও দেখা যাচ্ছে। এই খবর লেখা পর্যন্ত আন্টির এই মজার ভিডিওগুলো দেখা হয়েছে ১ কোটি ৪০ লাখের বেশি, একইসঙ্গে এই ভিডিওটি লাইক করেছেন ৪ লাখ ৪৮ হাজারের বেশি ব্যবহারকারী। ভিডিওটি দেখার পরে, ব্যবহারকারীদের ক্রমাগত তাদের মজার এবং বিনোদনমূলক প্রতিক্রিয়া মন্তব্য করতে দেখা যায়।

viral