scorecardresearch

চার লাখ ডিমেনশিয়ায় আক্রান্তকে সাহায্যে আটহাজার পুল আপ, যুবকের চোখ ধাঁধানো চমক

জ্যাকসনের সাহসিকতার প্রশংসা করেছেন তামাম বিশ্ব।

ভাইরাল ভিডিয়ো","ভাইরাল পোস্ট","ভাইরাল খবর","গিনিস ওয়ার্ল্ড রেকর্ড","viral video","viral post","Viral news","Guinness World record"

ডিমেনশিয়ায় আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এলেন এক ফিটনেসপ্রেমী, একদিনে আটহাজার ৮টি পুলআপ মেরে গড়েছেন রেকর্ড। অস্ট্রেলিয়ার এক ফিটনেসপ্রেমী এমন কীর্তি দেখে তাজ্জব নেটপাড়া। জানা গিয়েছে এই ব্যক্তির নাম জ্যাক্সন ইতালিয়ানো। অস্ট্রেলিয়ার এই ব্যক্তি ডিমেনশিয়ায় আক্রান্তদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের জন্য আটহাজারের বেশি পুল আপ দিয়েছেন।

পুল আপ মোটেই সহজ ব্যায়াম নয়‌। একদিনে অর্থাৎ ২৪ ঘন্টায় কতবার এই ব্যায়াম করা যেতে পারে? ১০০০, ২০০০, ৩০০০ অথবা ৪০০০? কী চমকে উঠলেন? সম্প্রতি এক ‘তরুণ রেকর্ড’ করেছে পুল আপে। দিনে ৮০০৮টি পুল আপের রেকর্ড গড়েছেন এই তরুণ। আগের সব বিশ্ব রেকর্ড ভেঙে গিনেসের খাতায় নাম তুলেছেন অস্ট্রেলিয়ার এই তরুণ‌।‌ এই ব্যক্তির নাম জ্যাক্সন ইতালিয়ানো। অস্ট্রেলিয়ার এই ব্যক্তির ফিটনেসের প্রতি ভালবাসা অবাক করেছে সকলকেই। জ্যাকসনের সাহসিকতার প্রশংসা করেছেন তামাম বিশ্ব।

জ্যাকসন, যিনি সফলভাবে এই কৃতিত্ব সম্পন্ন করেছেন, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে চান। জ্যাকসন ইনস্টাগ্রামে এই বিষয়ে তথ্য শেয়ার করেছেন। এই বিষয়ে একটি ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ডিমেনশিয়াকে হারাতে নিরন্তর চেষ্টা। জ্যাকসন আরও জানান, তহবিল সংগ্রহ করে তা ডিমেনশিয়া নিয়ে কাজ করা একটি সংস্থাকে দান করা হবে। এই কৃতিত্বের মাধ্যমে, জ্যাকসন প্রত্যাশার চেয়ে বেশি তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, যা ডিমেনশিয়ায় আক্রান্ত চার লাখ মানুষকে সাহায্য করবে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Australian man does 8008 pull ups in 24 hours creates guinness world record