New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-306.jpg)
ছাদে লুকিয়ে বিষধর সাপ, অসীম সাহসিকতায় উদ্ধার, মহিলার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
ভিডিওটি শেয়ার হতেই ৫০ লাখের বেশি ভিউ হয়েছে।
ছাদে লুকিয়ে বিষধর সাপ, অসীম সাহসিকতায় উদ্ধার, মহিলার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
সোশ্যাল মিডিয়ার জগৎ বড়ই বিচিত্র। প্রতিদিন হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও আমাদের সত্যিই অবাক করে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। ভিডিওটিতে একজন মহিলাকে ছাদ থেকে ঝুলে থেকে থেকে দুটি বিশাল সাপযে হাতে করে টেনে নীচে নামাতে দেখা যায়। কোনও রকমের সতকর্তা ছাড়াই তিনি খালি হাতে সাপদুটিকে উদ্ধার করেন। ভিডিওটি এখন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল ক্লিপে মহিলাকে একটি টেবিলের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি সাপগুলিকে বের করতে একটি বড় লাঠি ব্যবহার করেন। কয়েক সেকেন্ডের মধ্যে, বড় সাপদুটিকে হাতে ধরে টেনে বাইরে বার করতে দেখা যায় মহিলাকে। ভিডিওটি শেয়ার ৫০ লাখ বার দেখা হয়েছে। প্রায় ৭০ হাজার মানুষ ভিডিওটিতে লাইক করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, "মহিলা এই সাপগুলোকে এমনভাবে ধরেছিলেন যেন তারা পরিবারের পোষা প্রাণী।" অপর ব্যবহারকারী বলেছেন, "তিনি এত শান্ত কিভাবে?"