New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-21.jpg)
ভিডিওটি মাত্র ২ দিন আগেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। তারপর থেকে এটি ৮০ হাজার মানুষ দেখেছেন।
ভিডিওটি মাত্র ২ দিন আগেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। তারপর থেকে এটি ৮০ হাজার মানুষ দেখেছেন।
ভিডিওটি মাত্র ২ দিন আগেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। তারপর থেকে এটি ৮০ হাজার মানুষ দেখেছেন।
যানযটে নাকাল পথচারীরা। তার মাঝেই বিরল প্রতিভায় সকলের মন জয় করে নিলেন এক অটোচালক। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি মাত্র ২ দিন আগেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। তারপর থেকে এটি ৮০ হাজার মানুষ দেখেছেন। ৫২ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।
মুম্বইয়ের রাস্তায় যানযট এক নিত্যদিনের সমস্যা। যানযটে আটকে থাকা এক অটোচালক এমন কিছু করলেন যা মুহূর্তেই মানুষের মন জয় করে নেয়। কৌতুক অভিনেতা সাময় রায়না এক্স-এ শেয়ার করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে। ক্লিপটিতে দেখা যায় কীভাবে একজন অটো চালক একটি অন্ধকার ট্রাফিক সিগন্যালকে বিনোদনে ভরিয়ে দেন। তার গানের দক্ষতা দেখে আপনিও মুগ্ধ হবেন।অটো চালক রায়নাকে বলেন যে যানজটে আটকে থাকাটা রিতীমত বিরক্তিকর। তাই তিনি তার গান দিয়ে সবাইকে বিনোদন দেয়৷
Aisa laga hi nahi ki Andheri Signal pe fasa hu. What a lovely guy! Watch till end 😂 pic.twitter.com/ajFpj9Sa1W
— Samay Raina (@ReheSamay) October 31, 2023
এই পোস্টটি 31 অক্টোবর শেয়ার করা হয়েছে। পোস্ট হওয়ার পর থেকে এটি 78 হাজারের বেশি বার দেখা হয়েছে। এই শেয়ারটিও ৫০ হাজারের বেশি লাইক এবং অনেক কমেন্ট পেয়েছে। তার গান শুনে মুগ্ধ হয়েছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি সত্যিই ভাল গান করেন”। অপর একজন বলেছেন ‘অটোচালকের ইণ্ডিয়ান আইডলের মঞ্চে যাওয়া উচিৎ’