New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_c82f88.jpg)
ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।
প্রতিটি কন্যাসন্তান তার বাবার কাছে রাজকন্যার চেয়ে কম কিছুই নয়। সম্প্রতি এক অটোচালকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অটো চালককে তার মেয়ের জন্মদিন উদযাপন গোলাপী বেলুন দিয়ে অটোটিকে সাজাতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।
ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।
মেয়ের জন্মদিন উপলক্ষ্যে নিজের অটোকে বেলুন দিয়ে সাজিয়েছেন এক অটোচালক। ভিডিও শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ার মানুষজন অটোচালকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিটি কন্যাসন্তান তার বাবার কাছে রাজকন্যার চেয়ে কম কিছুই নয়। সম্প্রতি এক অটোচালকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অটো চালককে তার মেয়ের জন্মদিন উদযাপন গোলাপী বেলুন দিয়ে অটোটিকে সাজাতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।
বেঙ্গালুরুর এক মহিলা একজন অটো চালকের এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তার মেয়ের জন্মদিন উদযাপনে অটোচালক গোলাপী বেলুন দিয়ে অটোটিকে সাজিয়েছিলেন। অটো চালকের ছয় সেকেন্ডের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা 70,000 টিরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে।
it was his daughter’s birthday 🎈 pic.twitter.com/x5eE1xNW1I
— Sumedha Uppal (@SumedhaUppal) May 9, 2024
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটি দেখে উচ্ছ্বসিত।