Advertisment

Viral: মেয়ের জন্মদিনে অভাবনীয় কীর্তি, অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

প্রতিটি কন্যাসন্তান তার বাবার কাছে রাজকন্যার চেয়ে কম কিছুই নয়। সম্প্রতি এক অটোচালকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অটো চালককে তার মেয়ের জন্মদিন উদযাপন গোলাপী বেলুন দিয়ে অটোটিকে সাজাতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
"auto driver, bengaluru, auto driver decorates vehicle, viral video, bengaluru video"

ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।

মেয়ের জন্মদিন উপলক্ষ্যে নিজের অটোকে বেলুন দিয়ে সাজিয়েছেন এক অটোচালক। ভিডিও শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ার মানুষজন অটোচালকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Advertisment

প্রতিটি কন্যাসন্তান তার বাবার কাছে রাজকন্যার চেয়ে কম কিছুই নয়। সম্প্রতি এক অটোচালকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অটো চালককে তার মেয়ের জন্মদিন উদযাপন গোলাপী বেলুন দিয়ে অটোটিকে সাজাতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখার পর ইন্টারনেটে উচ্ছ্বসিত মানুষজন।

বেঙ্গালুরুর এক মহিলা একজন অটো চালকের এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তার মেয়ের জন্মদিন উদযাপনে অটোচালক গোলাপী বেলুন দিয়ে অটোটিকে সাজিয়েছিলেন। অটো চালকের ছয় সেকেন্ডের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা 70,000 টিরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটি দেখে উচ্ছ্বসিত।

viral
Advertisment