Viral: 'খোয়া-খোয়া চাঁদ…' রফির গানে ঝড় তুললেন অটোচালক, প্রশংসায় ভরালেন সকলে

মুম্বইয়ের রাস্তায় এমনই এক অনন্য ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

মুম্বইয়ের রাস্তায় এমনই এক অনন্য ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video,social media viral videos,trending,trending news,

'খোয়া-খোয়া চাঁদ...' রফির গানে ঝড় তুললেন অটোচালক, প্রশংসায় ভরালেন সকলে

চলন্ত অটোকে কনসার্টের মঞ্চে পরিণত করে তাক লাগিয়ে দিলেন এক অটোচালক। কিছু মানুষ নিজে আনন্দে থাকতে এবং আশে-পাশের সবাইকে আনন্দে রাখতে ভালবাসেন। তেমনই এক অটোচালকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যিনি চলন্ত অটোকে কনসার্টের মঞ্চে পরিণত করেছেন।

Advertisment

আমাদের দেশ প্রতিভার ভান্ডার। মানুষ ছোট ছোট জিনিসের মধ্যেও তার সুখ খুঁজে নিয়ে স্বপ্ন পূরণ করে। মুম্বইয়ের রাস্তায় এমনই এক অনন্য ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। অটো চালক তার অটোরিকশাটিকে চাকায় কনসার্টের মঞ্চে পরিণত করেছিলেন। বান্দ্রার এই অটো চালকের ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে

ভিডিওটি এখন পর্যন্ত 30 লাখের বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে তার পোস্টে লাইক দিয়েছেন ২ লাখ ২০ হাজার ব্যবহারকারী। হাজার হাজার মানুষ পোস্টটি শেয়ারও করেছেন।

Advertisment

ইনস্টাগ্রামে, ব্যবহারকারীরা ভিডিওতে দেখা অটো চালকের প্রতিভার প্রশংসা করেছেন। অবিশ্বাস্য ভারতের আশ্চর্যজনক প্রতিভা দেখে মন জুড়িয়ে গিয়েছে সকলের। মহম্মদ রফির গাওয়া 'খোয়া-খোয়া চাঁদ…' গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই অটোচালক।

viral