Viral: হাতে দেড় লাখি মোবাইল, কর্পোরেট কর্তাদেরও চ্যালেঞ্জ ছুঁড়লেন অটোচালক, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন অটো চালককে Samsung এর S24 Ultra স্মার্টফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন অটো চালককে Samsung এর S24 Ultra স্মার্টফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
trending Video,VIral Video,auto, Auto Driver Viral Video, auto driver using samsung s24 ultra mobile, auto driver using mobile viral video,

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন অটো চালককে Samsung এর S24 Ultra স্মার্টফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে।

অটো চালকের হাতে দেড় লাখি ফোন! ভিডিও ভাইরাল হতেই চমকে উঠলেন কর্পোরেট কর্তারাও।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নানান বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও যেমন আমাদের আবেগ প্রবণ করে তোলে তেমনই কিছু ভিডিও আমাদের হাসাতে বাধ্য করে।

আজকাল, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যাতে একজন অটো চালককে পকেট থেকে লাখ টাকার ফোন বের করতে দেখা যাচ্ছে। কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষজনও অটো চালকের হাতে এমন দামি ফোন থেকে রীতিমত তাজ্জব।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন অটো চালককে Samsung এর S24 Ultra স্মার্টফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে। যার টপ ভ্যারিয়েন্টের দাম ১.৫৯ লক্ষ টাকা। এমন দামি ফোন দেখে অটো চালকের হাতে দেখে মানুষজন বেশ অবাক। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওটি @VishalMalvi_ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত 5.82 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। এনিয়ে নানান মানুষ নানা ধরণের কমেন্টও করছেন।
এক ব্যবহারকারীর মন্তব্য, 'আপনি কি বলতে চাইছেন, অটো চালকরা কর্পোরেট কর্মীদের থেকে বেশি আয় করেন?' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'মনে হচ্ছে চাকরি পেয়ে ভুল করেছি।' আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আমাদের ভাবতে হবে।'

viral