Advertisment

অটোয় চড়লে খসবে না গ্যাঁটের কড়ি, মোদীর জন্মদিনে যাত্রীদের জন্য বিরাট ঘোষণা

আপনিও মোদীকে জানাতে পারেন জন্মদিনের শুভেচ্ছা।

author-image
IE Bangla Web Desk
New Update
PM birthday, Surat, PM Modi birthday, Narendra Modi, PM birthday, Gujarat, auto driver discount pm birthday, PM Modi, PM Modi 73 birthday, PM Modi age, Purnesh Modi

অটোয় চড়লে খসবে না গ্যাঁটের কড়ি, মোদীর জন্মদিনে যাত্রীদের জন্য বিরাট ঘোষণা

মোদীর জন্মদিনেই নয়া সংসদ ভবনে তেরঙা উত্তোলন করা হবে। সেই সঙ্গে দিল্লিতে অত্যাধুনিক যশোভূমি’ নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (IICC) দেশবাসীকে উৎসর্গ করবেন মোদী। প্রধানমন্ত্রী মোদীর আজ ৭৩তম জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাজনাথ সিং এবং অমিত শাহ অভিনন্দন জানিয়েছেন। আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষ্যে ঢালাও কর্মসূচী আয়োজন করেছে বিজেপি। মোদী ১৯৫০ সালে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন।

Advertisment

ভারতের বিখ্যাত প্রধানমন্ত্রীদের মধ্যে তাকে গণ্য করা হয়। জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে অনেক অভিনন্দন ও বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তম জন্মদিন । এই উপলক্ষে সারাদেশের মানুষ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেছেন। নমো অ্যাপের মাধ্যমে আপনিও মোদীকে জানাতে পারেন জন্মদিনের শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী মোদী জন্মদিনে জনসাধারণকে বড় উপহার, অটোরিকশা চালকদের বিরাট ঘোষণা - 'বিনামূল্যে ভ্রমণে'র সুবিধা মিলবে। প্রধানমন্ত্রী মোদীর ৭৩ তম জন্মদিন উপলক্ষে, অটোরিকশা চালকরা জনসাধারণের জন্য নিয়ে এসেছেন এক অভিনব অফার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন উপলক্ষে সুরাটের অটোরিকশা চালকরা জনগণকে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন। এক হাজার অটো রিকশাচালক যাত্রীদের ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন। সেই সঙ্গে ৭৩ জন অটোরিকশা চালক ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে বিশেষ করে তুলতে গুজরাটের বিজেপি ইউনিট ৩০ হাজার স্কুল ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, বিজেপি নেতা পূর্নেশ মোদী ছাড়ের ঘোষণা করার সময় বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে অটো-রিকশা চালকরা ৩০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন। আমি ৭৩ জন অটো-রিকশা চালককেও ধন্যবাদ জানাতে চাই যারা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে, বিজেপি সেবা পাখওয়াদা নামে দুই সপ্তাহের একটি প্রচার শুরু করতে চলেছে যার মধ্যে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান এবং স্বাস্থ্য শিবিরের মতো কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে। "

এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী তাঁর জন্মদিনে পিএম বিশ্বকর্মা নামের একটি প্রকল্প চালু করবেন, যার লক্ষ্য কারিগর এবং ঐতিহ্যগত দক্ষতায় নিয়োজিতদের সহায়তা করা।" এই তথ্যটি গুজরাট বিজেপির সভাপতি সিআর পাটিল জানিয়েছেন। সিআর পাটিল বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ৩০ হাজার স্কুল ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে।

Birthday modi
Advertisment