Advertisment

সামনে থেকে Auto, পিছন থেকে Waganar, ২০ টাকাতেই চার চাকার আনন্দ, দেখুন ভিডিও

এমন ভোলবদল ভাবাচ্ছে মানুষজনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Video Viral News, Video Viral, Viral Funny Photo, Funny Video Viral, Funny Photos Viral,

সামনে থেকে Auto, পিছন থেকে Waganar, ২০ টাকাতেই চার চাকার আনন্দ, দেখুন ভিডিও

রাস্তা-ঘাটে বেরোলেই স্বল্প দূরত্বের যাত্রায় অটোয় ভরসা লাখ লাখ মানুষের। জায়গা ভেদে অটোর রকমভেদ নজরে আসে। তবে সম্প্রতি এমন এক অটোর ছবি সামনে এসেছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। এই অটোটি সামনে থেকে দেখতে অটো হলেও পিছন থেকে একেবারে মারুতি ওয়াগন আর, এমন মারুতির গাড়ির এই হাল দেখে সকলেই অবাক। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখে অবাক হতে বাধ্য।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ভিডিও মানুষকে ভাবতে বাধ্য করে। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। অটোটি সামনে থেকে দেখতে একেবারে অটো। পিছন থেকে তা মারুতি ওয়াগান আর। আসলে পুরনো একটি মারুতির গাড়ির ভোলবদল করেই অটোটি তৈরি করা হয়েছে। কিন্তু এমন ভোলবদল ভাবাচ্ছে মানুষজনকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মারুতি ওয়াগান আরকে অটোয় বদলে ফেলা হয়েছে। সামনের অংশ অটোর মত দেখতে হলেও পিছনের দিকে কোন বদল করা হয়নি। গাড়ির বডিটি এমনভাবে লাগানো হয়েছে যে পেছন থেকে দেখলে হুবহু গাড়ির মতো দেখায়।

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া আসছে। এক ব্যবহারকারী লিখেছেন ভাই, ২০ টাকায় গাড়ির মজা।

viral
Advertisment