scorecardresearch

বড় খবর

রাস্তা ছেড়ে ফুটব্রিজ দিয়ে ছুটে চলেছে অটো, ‘চক্ষু চড়কগাছ’ নেটিজেনদের!

ভিডিওতে, অটোরিকশা চালককে লম্বা ফুট ওভার ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাতে দেখা গেছে।

viral, viral video, viral Twitter videos, trending, trending videos, auto crosses footover bridge, auto drives on bridge
রাস্তা ছেড়ে ফুটব্রিজ দিয়ে ছুটে চলেছে অটো, ‘চক্ষু চড়কগাছ’ নেটিজেনদের!

আপনি কী কখনও একটি অটোরিকশাকে ফুটব্রিজের ওপর দিয়ে চলতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও শুধুই আপনার জন্য। নেটভুবনে সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে ইউটার্ন নেওয়ার জন্য রাস্তা ছেড়ে একটি অটোরিকশা দিব্যি সকলের নজর এড়িয়ে রাস্তার ফুটব্রিজের ওপর দিয়ে চলছে। তবে এই ভিডিও কোথাকার তা এখনও জানা যায়নি। ভিডিওতে, অটোরিকশা চালককে লম্বা ফুট ওভার ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাতে দেখা গেছে। ঠিক যেন এটি তার প্রতিদিনের যাত্রার রুট।

ভিডিওটি লাইমলাইটে আসার আগেই তাতে প্রায় আড়াই হাজারের কাছাকাছি ভিউ এবং অজস্র লাইক-কমেন্টে ভরে গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই নানান মন্তব্যে ভরে ওঠে সেটি। একজন ইউজার বলেছেন, “অনেক সময় গুগল ম্যাপ ফলো করলে এমন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার একজন ইউজার লিখেছেন, “আপনার গার্লফ্রেন্ড আপনাকে যখন সময়মতো আসতে বলে তখন একদম এটাই করা উচিৎ আপনি যা করেছেন”।

আরও পড়ুন: [আহত চিতাকে ‘চরম’ হেনস্থা! ভিডিও দেখেই গর্জে উঠলো নেটপাড়া!]

তবে এমন ভিডিও এই প্রথমবার নয় এর আগেও এই ধরনের ভিডিও শিরোনামে এসেছে। একজন গাড়ি চালকও লেন পরিবর্তন করার জন্য একটি রোড ডিভাইডারের ওপর দিয়ে তার গাড়িটি চালিয়েছিলেন যেটি নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Autorickshaw takes foot overbridge to cross road twitter reacts