scorecardresearch

প্রথমবারের জন্য বাবাকে ছুঁয়ে দেখা, ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসল নেটপাড়া

শিম্পাঞ্জি ছানা তার বাবাকে কাছে পেয়ে দুচোখ ভরে দেখছে…!

baby gorilla, baby gorilla viral video, baby gorilla video, baby gorilla news, baby gorilla funny video, baby gorilla today viral video
শিম্পাঞ্জি ছানা তার বাবাকে কাছে পেয়ে দুচোখ ভরে দেখছে

বাবার সঙ্গে প্রথম দেখা,ভালবাসায় ভরাল শিম্পাঞ্জি ছানা। ভিডিও দেখে আপ্লূত নেটপাড়া। প্রাণীরাজ্যের নানান ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষজনকে মুগ্ধ করে। তাদের অবাক করা আচরণ সত্যিই অবাক করতে বাধ্য। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে উঠবে। শিম্পাঞ্জি ছানা প্রথমবারের জন্য যখন তার বাবাকে যখন ছুঁয়ে দেখে, সেই আবেগঘন মুহূর্ত কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শিম্পাঞ্জি ছানা তার বাবাকে কাছে পেয়ে দুচোখ ভরে দেখছে। ভালবাসায় দুজন দুজনকে ভরিয়ে দিচ্ছে। সে তার বাবার মুখ স্পর্শ করছে। দেখে মনে হচ্ছে বাবাকে যেন ও কিছু বলতে চায়।

ভিডিওটি শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে বাবার সঙ্গে প্রথম দেখার আবেগঘন মুহুর্ত। ভিডিওটি ৬৪ হাজারের বেশি মানুষ দেখেছেন। লাইক করেছেন তিন হাজারের বেশি মানুষ। অনেকে ভিডিওটি রিট্যুইট করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ঈশ্বরের সৃষ্টির চেয়ে সুন্দর আর কিছু নেই। অপর এক ব্যবহারকারী লিখেছেন, শিশুটির চোখে কৌতূহল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, সন্তান ও বাবার ভালোবাসা দেখে মন খুশি হয়ে গেল।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Baby gorilla met his father for the first time