New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/thief-LEAD-1.jpg)
পুলিশ বাড়িতে এসে তল্লাশি করে দেখে সমস্ত বাড়ি লন্ডভন্ড হয়ে আছে। অন্যান্য মূল্যবান জিনিস থাকলেও তা পছন্দ হয়নি চোরের।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি চোরের কাণ্ড কারখানা নিয়ে চর্চা শুরু হয়েছে। গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢোকে চোর। আলমারি খুলে, কাবার্ড খুলে, চুরি করার চেষ্টা করে। কিন্তু মন মত কিছুই পায় না সে। হতাশ হয়ে পড়ে চোর। তখন রেগে গিয়ে টেবিলে রাখা একটা নোট বুকে লিখে দিয়ে যান 'আপনি কী কিপটে, জানলা ভাঙতেও বেশি সময় লাগল না। রাতটাই নষ্ট হয়ে গেল'।
ঘটনাটি ঘটেছে ইন্দোরের আদর্শ নাগিন নগরে। প্রবেশ সোনি নামে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে ঢোকে চোরটি। পুলিশ বাড়িতে এসে তল্লাশি করে দেখে সমস্ত বাড়ি লন্ডভন্ড হয়ে আছে। অন্যান্য মূল্যবান জিনিস থাকলেও তা পছন্দ হয়নি চোরের।