New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-6.jpg)
৮ কোটি টাকার মূল্য’র মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে দামি দামি মদের বোতল। বিদেশি মদের বোতল ভেঙে চলছে আনুষ্ঠানিক ভাবে মাদক বিরোধী অভিযান। অন্যদিকে অবিকল রান্না করার ধাঁচে ধ্বংস করা হচ্ছে কোটি কোটি টাকা মাদক। বিপুল পরিমাণ মদের বোতল ভাঙতে ব্যবহার করা হয়েছে ইট ভাঙার মেশিন। সারি সারি মদের বোতল ধ্বংস করতে মদের বোতলের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে রোলার। এযেন মাদক বিরোধী অভিযানের মহা বিল্পব।
এমনই এক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মদের বোতল ভাঙার পর সেগুলিকে ফেলা হচ্ছে নির্দিষ্ট স্থানে। ২১ শে জুন বিজিবির ৫৮ তম ব্যাটেলিয়ানের তরফে মাদক বিরোধী অভিযান এভাবেই পালিত হল। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০২১এর ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৩-এর১৩ মার্চ পর্যন্ত বিজিবি ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ একাধিক এলাকা থেকে আটক করা বিপূল পরিমাণে মাদক দ্রব্য। এদিনের মাদক দমন অভিযানে প্রায় ৮ কোটি টাকার মূল্য’র মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে বলেই জানা গিয়েছে। মাদক বিরোধী অভিযানে সামিল ছিলেন বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তারা।