Viral Video: উন্মত্ত জনতার তান্ডবলীলা থেকে বাদ গেল না নিরীহ হরিণ, ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়া জুড়ে ছিঃ ছিঃ!

নির্মম এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় গর্জে উঠেছেন মানুষজন।

নির্মম এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় গর্জে উঠেছেন মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
bangladesh violence innocent deer

বাংলাদেশের উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ পশুও।

Viral Video: গন ভবনে ঢুকে বাংলাদেশের উন্মত্ত জনতার তান্ডবলীলার সাক্ষী থেকেছে তামাম বিশ্ববাসী। নারকীয় সেই উন্মত্ততা দেখে সভ্য সমাজের মাথা হেঁট হয়ে গিয়েছে।

Advertisment

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার গণভবনে ঢুকে কার্যত চলে তান্ডবলীলা। গণভবনে ব্যবহৃত জিনিসপত্র থেকে রাজহাঁস, পুকুরের মাছ, টেলিভিশন, চেয়ার, সোফা, টেবিল ফ্যান, কম্বল, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজে রাখা মাছ-মাংস নিয়ে যেতে দেখা যায় উন্মত্ত জনতার মিছিলকে।

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক করুন ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা হরিণকে ধাওয়া করছে একদল যুবক। প্রাণভয়ে হরিণটি এদিকে-ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। নির্মম এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় গর্জে উঠেছেন মানুষজন। ভিডিও দেখে স্পষ্ট বাংলাদেশের উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ পশুও। প্রকাশ্যে এমন বর্বরতায় বাকরুদ্ধ নেটপাড়ার মানুষজন।

Advertisment

আরও পড়ুন - < Viral Video: থুতু দিয়ে ম্যাসাজ, টের পেলেন না গ্রাহক! ভিডিও ভাইরাল হতেই চরম বিপত্তিতে নাপিত >

Viral Video Trending News