বিয়ের কার্ড নাকি রিসার্চ পেপার! ধন্ধে নেটজনতা, ঝড়ের বেগে ভাইরাল

অবাক করা বিয়ের কার্ড ভাইরাল।

অবাক করা বিয়ের কার্ড ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladeshi couple’s ‘research paper’ wedding card goes viral

কার্ডটি কুরআন থেকে নির্দিষ্ট সূরাগুলিকেও উল্লেখ করেছে, আমন্ত্রণে ধর্মীয় ও সাংস্কৃতিক গভীরতার একটি স্তর যুক্ত করেছে।

অনেকই আছেন যারা বিয়ের  আমন্ত্রণপত্রকে একেবারে ইউনিক ভাবে সকলের সামনে তুলে ধরেন। এমন অনেক বিয়ের কার্ড স্রেফ তার অনন্য ডিজাইনের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  বাংলাদেশের এক দম্পতির বিয়ের আমন্ত্রণপত্রের একটি ছবি X-এ ভাইরাল হচ্ছে। এক ঝলকে দেখে বোঝার উপায় নেই সেটি বিয়ের কার্ড নাকি কোন রিসার্চ পেপার।

Advertisment

শিরোনাম লেখা আছে “পিএসসি কনভেনশন হল, মিরপুর ১৩, ঢাকায় সানজানা ও ইমনের বিয়ের আমন্ত্রণ”। দম্পতির নাম, সানজানা  এবং ইমন। ইসলাম ধর্ম অনুসারে বিবাহের ধারণা এবং দম্পতির কাছে এর অর্থ কী তা ব্যাখ্যা করে কার্ডে বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে।

ক্যাপশনে লেখা"এখনও বিশ্বাস করতে পারছি না যে এটি একটি বিয়ের আমন্ত্রণপত্র,"। উপসংহারে বলা হয়েছে, “নতুন স্বপ্ন নিয়ে আমরা বিবাহিত জীবনের নতুন শুরুতে পা রাখছি। আপনার অনুপ্রেরণা, সমর্থন, ভালবাসা এবং আপনার আর্শীবাদের জন্য আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য”।

viral