Bangladesh News: ইউনূসের চোখ রাঙানি উপেক্ষা করেও প্রেমে অবিচল, ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশি তরুণী

Bangladesh News: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরমে। এদিকে, দুই দেশের এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প জেনে সকলে রীতিমত অবাক।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladeshi woman cross border marry

ইউনূসের চোখ রাঙানি উপেক্ষা করেও প্রেমে অবিচল, ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশি তরুণী Photograph: (ফাইল ছবি)

Bangladesh News: ইউনূসের চোখ রাঙানিতেও থেমে থাকেনি প্রেম কাহিনী! সম্প্রতি, বাংলাদেশ সীমান্ত থেকে বৈধ ভাবে ভারতে আসেন এক তরুণী। তাঁর কাছ থেকে সব জেনে শুনে বিএসএফের চোখ কপালে। ভারতে আসার কারণে তরুণী জানিয়েছেন তিনি ভারতের পুত্রবধূ এবং বাংলাদেশের কন্যা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই প্রেম কাহিনী। 

Advertisment

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরমে। এদিকে, দুই দেশের এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প জেনে সকলে রীতিমত অবাক। জানিয়ে রাখি ঢাকার ওই তরুণী ভারতে এসেছেন বিয়ে করতে। পাত্র অনির্বাণ মহাপাত্র পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।

তরুণীর নাম সঞ্চিতা। তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। সঞ্চিতা পেশায় এক চিকিৎসক। কয়েক বছর আগে, এগরার অনির্বাণ ডাক্তারি পড়ার জন্য ঢাকায় যান। ২০১৮ সাল থেকেই একে অপরের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব! ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।  ২০২৪ সালে, দুজনেই বাংলাদেশে বৈধভাবে বিয়ে করেন। এর পর, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর, ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকে। তা সত্ত্বেও দুজনের সম্পর্কে কোন প্রভাব পড়েনি। 

 সঞ্চিতা জানিয়েছেন, তিনি প্রথমবারের জন্য ভারতে এসেছেন এবং অর্ণিবানের বাবা-মায়ের উপস্থিতিতে হিন্দু রীতিনীতি নেমে আয়োজন হয় দুজনের বিয়ের আসর। আত্মীয়স্বজনরা বিয়েতে অংশ নিতে ভারতে আসতে না পারায় তিনি দুঃখিত। সঞ্চিতা জানিয়েছেন বিয়ের এক সপ্তাহের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তবে, অষ্টমঙ্গলা শেষে ফের তিনি ভারতে ফিরবেন। সঞ্চিতা বলেন যে তিনি ভারতের পুত্রবধূ হতে পেরে খুব খুশি। 

Bangladesh India