কর্ণাটকে হিজাব বিতর্কের মাঝেই নতুন করে বিহারের একটি ঘটনা হিজাব বিতর্ককে আরও বহু গুনে বাড়িয়ে দিয়েছে। হিজাব পরার অজুহাতে দেখিয়ে এক তরুণীকে টাকা দিতে অস্বীকার করে ব্যাঙ্ক আধিকারিক। মহিলাকে বলা হয়, টাকা নিতে গেলে হিজাব খুলে ফেলতে হবে। সমগ্র ঘটনা নিজের মোবাইলে রেকর্ড করে রাখেন ওই তরুণী। বিহারের বেগুসরাইয়ের এই ঘটনার কথা জানাজানি হতেই হিজাব বিতর্ক নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে।
Advertisment
জানা গিয়েছে ব্যঙ্ক আধিকারিককে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন ওই তরুণী এবং তিনি তার অভিভাবককে ব্যাঙ্ককে নিয়ে আসেন। দীর্ঘ তর্ক-বিতর্ক চলার পড়ে অবশেষে ওই তরুণীকে টাকা তোলার অনুমতি দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।
এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অবশেষে ব্যঙ্কের তরফে এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোন উদ্দেশ্য ব্যাঙ্কের ছিল না। ভাইরাল ওই ভিডিও ক্লিপে টাকা তোলার আগে এক তরুণীকে হিজাব খুলে ফেলতে বলেন ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের এক কর্মী। মহিলা সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ জানান। এবং তিনি হিজাব খুলতে অস্বীকার করেন।
এদিকে এই ঘটনার পর তরুণীর বাবা ব্যাঙ্কে এসে টাকা তোলার সময় হিজাব খোলা বাধ্যতামূলক এই মর্মে একটি লিখিত নির্দেশ দেখাতে বলেন। পরিস্থিতি বেগতিক বুঝে ওই তরুণীকে টাকা তোলার অনুমতি দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তরুণীর বাবা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি এবং আমার মেয়ে প্রতি মাসে ব্যাঙ্কে আসতাম কিন্তু অতীতে কেউ আপত্তি করেনি। তারা এখন কেন করছে? যদি কর্ণাটকে এমন কোনো কাজ করা হয়ে থাকে, তাহলে তারা বিহারে তা বাস্তবায়ন করছে কেন? ব্যাংকিং কার্যক্রমে হিজাব নিষিদ্ধ করার বিষয়ে তাদের কোন লিখিত বিজ্ঞপ্তি আছে?”। যদিও পরবর্তীতে ব্যাঙ্কের তরফে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।