Advertisment

নেটফ্লিক্সের সঙ্গে সুনীল ছেত্রীর কথোপকথন, জিতে নিল সোশাল মিডিয়ার মন

সম্প্রতি নেটফ্লিক্স জানিয়েছে, তারা এই বিষয়টি দেখছে, কীভাবে সম্ভবপর হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুনীল ছেত্রীর সঙ্গে নেটফ্লিক্সের টুইটার মরাফত চলে কথোপকথন। এরপরই, তা সুনীল ছেত্রীর অনুগামীদের হাতে ভাইরাল হয়ে পরে। খেলোয়াড়ের অনুগামী সংখ্যা এতে বাড়তে পারেো বলে মনে করছেন নেট নাগরিকরা।

Advertisment

ঠিক কী কথোপকথোন হয়েছে?

এক অনুগামী সুনীল ছেত্রীর কাছে তাঁর নেট ফ্লিক্সের পায়ওয়ার্ড ও আইডি চায়। একইসঙ্গে তাঁকে বলেন, দু মাস পর বদলে ফেলবেন পাসোয়ার্ড ও আইডি। এরপর সুনীল ছেত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে গিয়ে লেখেন...

সুনীল : জার্সি, না
ছবিতে অটোগ্রাফ, না
পোস্টের রিপ্লাই, না
প্রতিবেশীর ছেলের কুকুরের ভিডিও, না

কেউ একজন আমার থেকে সরাসরি নেটফ্লিক্সের পাসওয়ার্ড ও আইডি চেয়েছেন।  এই সময়ে  আমি তার চাহিদাটা বুঝতে পারছি। তাই আপনারা এনাকে দু মাসের সাবসক্রিপশন দিয়ে দিন। আমি আপনাদের, আমার একটা সই করা টি-সার্ট দিয়ে দেব।

নেটফ্লিক্স : ঠিক আছে, কিন্তু আমরা কি আপনার ছবির সঙ্গে আপনার একটা অটোগ্রাফ পেতে পারি? যদি  তাঁর কাছে আপনার সই করা জার্সি ও সাবসক্রিপশন কার্ড একসঙ্গে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হবে?

সম্প্রতি নেটফ্লিক্স জানিয়েছে, তারা এই বিষয়টি দেখছে, কীভাবে সম্ভবপর হয়।

Read the full story in English

viral Sunil Chhetri Netflix corona Lockdown
Advertisment