সান্তা সেজে শিশু হাসপাতালে ওবামা, দেখুন ভিডিও

এদিন তিনি দেখা করেন অসুস্থ শিশুদের বাবা-মার সঙ্গেও। গোটা ঘটনার ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেন ওবামা। তাঁর এহেন কাজে ফের প্রশংসার ঝড় ওঠে নেটদুনিয়ায়। 

এদিন তিনি দেখা করেন অসুস্থ শিশুদের বাবা-মার সঙ্গেও। গোটা ঘটনার ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেন ওবামা। তাঁর এহেন কাজে ফের প্রশংসার ঝড় ওঠে নেটদুনিয়ায়। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বরাবরই সকলের চোখেই জেন্টলম্যান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সুনামের পসরা চিরকালই ভরা। তাঁর এমন সুন্দর ভাবমূর্তি আম আদমির কাছে তাঁকে প্রিয়পাত্র করে রেখেছে অবসরের পরও।

Advertisment

আর কদিন পরেই বড়দিন। আর এই মরসুমে গুডি ব্যাগ সঙ্গে নিয়ে ছোটোদের মন ভাল করতে ওবামা পৌঁছে গেলেন ওয়াশিংটনের চিল্ড্রেনস ন্যাশনাল হসপিটালে। সান্তার টুপি পরে, উপহারের ঝোলা কাঁধে নিয়ে তিনি হাঁটছেন হাসপাতালের করিডোর দিয়ে, এমনই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। বুধবার হাসপাতালের খুদেদের মন খারাপ কাটাতেই সান্তা সেজে ওয়াশিংটনের ওই শিশু হাসপাতালে হাজির হন ওবামা।

মাথায় লাল টুপি, হাতে ছড়ি ও কাঁধে উপহারের ঝুলি নিয়ে খুদেদের চমকে দেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাদের জড়িয়ে ধরে আদরের ছবিও ভাইরাল হয়েছে সোশাল সাইটে। এদিন তিনি দেখা করেন অসুস্থ শিশুদের বাবা-মায়ের সঙ্গেও। গোটা ঘটনার ভিডিওটি নিজের টুইটার পেজে শেয়ার করেন ওবামা। তাঁর এহেন কাজে ফের প্রশংসার ঝড় ওঠে নেটদুনিয়ায়।

Advertisment

এই প্রসঙ্গে ওবামা বলেন, “আমি নিজেও দুই কন্যাসন্তানের বাবা। তাই হাসপাতালের কর্মী ও অসুস্থ শিশুদের অবস্থা উপলব্ধি করতে পারি।” প্রসঙ্গত, গত বছরও বড়দিন উপলক্ষে সান্তাক্লজ সেজে একটি স্কুলে হাজির হয়েছিলেন আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট।

viral