Advertisment

'বারান্দা থেকে আমি নামি না', হুবহু নকলে রুদ্রনীলকে অবাক করে দিল খুদে

"ইনি শিল্পী বিতান রাউত, স্যার থাকেন নৈহাটি,পড়েন ক্লাস ফোরে। তাই বারান্দা থেকে নামেন না!!????

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: বয়কট করতে হবে ‘চাইনিজ ফুড এবং রেস্টুরেন্ট’?

বিতানের প্রশংসায় পঞ্চমুখ সোশাল মিডিয়া। বুধবার থেকেই ভাইরাল তার আবৃত্তির ভিডিও। বিতান রাউত নৈহাটির বাসিন্দা। রুদ্রনীল ঘোষের রচনা বারান্দা থেকে আমি নামিনা কবিতাটি হুবহু নকল করেছে সেই খুদে। যা দেখে অবাক স্বয়ং অভিনেতা রুদ্রনীল ঘোষ।

Advertisment

রুদ্রনীল বিতানের ভিডিওটি শেয়ার করে লেখেন, "ইনি শিল্পী বিতান রাউত, স্যার থাকেন নৈহাটি,পড়েন ক্লাস ফোরে। তাই বারান্দা থেকে নামেন না!!????আমার থেকেও ১০০ গুন ভাল বলেছে আমার কবিতা। নিখুঁত উচ্চারণ আর এক্সপ্রশান।এই বয়সে এই দক্ষতা অকল্পনীয়। প্রণাম আর আদর শিল্পীকে????????????❤????
মিলিয়ে নিন????????????"

জানা গিয়েছে, রুদ্রনীল বিতানের মা বাবাকে নিজের ব্যক্তিগত নম্বর দিয়েছেন। আগামীদিনে যোগাযোগ করার জন্য।

viral news viral
Advertisment