New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_815f04.jpg)
ফায়ার হেয়ার কাটিং করতে গিয়ে আগুন লেগে যায় ব্যক্তির মাথা ও ঘাড়েও। তোলপাড় ফেলা ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ফায়ার হেয়ার কাটিং করতে গিয়ে আগুন লেগে যায় ব্যক্তির মাথা ও ঘাড়েও। তোলপাড় ফেলা ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ফায়ার হেয়ার কাটিং করতে গিয়ে আগুন লেগে যায় ব্যক্তির মাথা ও ঘাড়েও। তোলপাড় ফেলা ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Trending Video: 'ফায়ার হেয়ার কাটিং' করতে গিয়ে ঘটে গেল চরম বিপত্তি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল নেটপাড়ায়।
ফায়ার হেয়ার কাটিং করতে গিয়ে আগুন লেগে যায় ব্যক্তির মাথা ও ঘাড়েও। তোলপাড় ফেলা ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
চুল কাটতে মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। যাতে চুল কাটার পরে, অন্য মানুষের থেকে তাকে আলাদা এবং আকর্ষণীয় দেখায়। ছেলে হোক বা মেয়ে, সবাই বিভিন্ন স্টাইলে চুল কাটে। এর জন্য তারা সেলুন এবং পার্লারে মোটা অংকের টাকাও ব্যায় করে। কিন্তু অনেক সময় নাপিতে সামান্য ভুলে ভয়ঙ্কর কিছু ঘটে যাতে পারে। তারই জলজ্যান্ত উদাহরণ ভাইরাল হয়েছে এই ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে ফায়ার হেয়ার কাটিং করতে আসা এক যুবকের ঘাড়ে, মাথায় আগুন ধরে যায়। তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন : < Air conditioner: গ্যাস লিকেজিংয়ে নিজেই সংকেত দেবে এসি, বুঝবেন কী করে? >
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, সেলুনে চুল কাটার জন্য চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। একই সময়ে, নাপিত তার চুলে একধরনের জেল প্রয়োগ করেন এবং জেল প্রয়োগ করার পরে, দেশলাইয়ের সাহায্যে চুলে আগুন দেয়। চুলের পাশাপাশি আগুন ব্যক্তির ঘাড় এবং পুরো মাথায় ধরে যায়। এই দৃশ্য দেখে ছেলেটি আতঙ্কিত হয়ে চেয়ার থেকে উঠে নিজের শরীরের আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে দোকানে উপস্থিত অন্য লোকজনও আগুন নেভানোর চেষ্টা করেন। প্রথমে আগুন খুব শক্তিশালী হলেও কিছুক্ষণ পর সেলুন মালিক আগুন নেভাতে সক্ষম হন।
Aur karwale fire cutting.!! 🔥 pic.twitter.com/oIbTqcnr0E
— Vijay (@veejuparmar) June 18, 2024
ঘটনার পর চুল কাটার জন্য আসা ব্যক্তির মুখ দেখেই বোঝা যাবে তিনি এই ঘটনায় কতটা আতঙ্কিত। ভিডিওটি @veejuparmar নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি লেখার সময় ১০ লাখেরও বেশি মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। একই সঙ্গে মানুষ এই বিপজ্জনক ভিডিওটি দেখে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- চুল কাটায় এত ঝুঁকি কেন নেবেন? আরেকজন লিখেছেন- চুল তো সহজ উপায়ে কাটা যায়, আগুন দিয়ে কাটার দরকার কী? তৃতীয়জন লিখেছেন- এখন এই ছেলে চুল কাটার আগে ১০০ বার ভাববে।