Advertisment

ক্যান্সার আক্রান্ত মা'র সঙ্গে লড়াইয়ে সঙ্গী ছেলেও, চুল কেটে নিজের মাথা কামিয়ে গড়লেন মানবিকতার নজির

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ১০ লক্ষের বেশি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
barber, cancer survivor, heartwarming, incredible, viral video, twitter

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ১০ লক্ষের বেশি ভিউ হয়েছে।

ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়, যা মানুষজনের চোখে জল নিয়ে আসে। মানবিকতার নজির গড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সেলুন কর্মী। ক্যানসার আক্রান্ত মহিলার চুল কাটতে গিয়ে নিজের মাথার চুলও কামালেন সেলুন কর্মী। মানবিকতাকে স্যালুট জানালেন নেটিজেনরা।

Advertisment

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে তা কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। গুড নিউজ মুভমেন্টের তরফে টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে তরুণ এক সেলুন কর্মী ক্যান্সার আক্রান্ত মহিলার মাথা ন্যাড়া করছেন। ক্যাপশন অনুসারে, জানা যায় তিনি নাপিতের মা। মায়ের চুল কামানোর পর চোখে জল দেখে নিজের আবেগকে সামলাতে না পেরে সেও নিজের চুল কামিয়ে ফেলে। নাপিতের সহকর্মীরাও তার এই কাজে তাকে উৎসাহ দেন। একের পর এক, অন্যরাও তাদের মাথা ন্যাড়া করে মহিলার যুদ্ধে সামিল হন।

ক্যানসার শুধু মারণ রোগ নয়, শারীরিক কষ্টের সঙ্গেই মানসিকভাবেও ক্যানসার রোগীরা ভেঙে পড়েন। আর সেই লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়ে মায়ের সঙ্গে ছেলেকেও মাথা ন্যাড়া করতে দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ,“কেউ একা লড়াই করে না। সেলুন কর্মী তার মায়ের সঙ্গে নিজের চুল কামিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ১০ লক্ষের বেশি ভিউ হয়েছে।

Viral Video
Advertisment