New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-116.jpg)
নিজেকে আয়নায় দেখে দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে কাঁচ'ই ভেঙে ফেলল ভাল্লুক, ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া
দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে গেল ভাল্লুকটি।
নিজেকে আয়নায় দেখে দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে কাঁচ'ই ভেঙে ফেলল ভাল্লুক, ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া
আপনি যখন প্রথমবার আয়নায় নিজেকে দেখেছিলেন, তখন আপনার প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল? প্রথমবারের জন্য নিজেকে আয়না দেখে সকলেই কমবেশি অবাক হন। একটি প্রশ্ন নিশ্চয়ই মনে এসেছে, " আমাদের সামনে ওটা কে?"
আপনি কি কখনও ভেবে দেখেছেন যে প্রাণীরা যখন আয়নায় নিজেকে দেখে তখন কেমন অনুভব করে তারা? তাদের প্রতিক্রিয়া ঠিক কেমন? সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে এহসে খুন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভাল্লুক প্রথমবার নিজেকে আয়নায় দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছে। যা দেখে হেসে খুন নেটিজেনরা। আয়নায় নিজেকে দেখার পর ভাল্লুকের প্রতিক্রিয়া দেখে আপনিও হাসি থামাতে পারবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভাল্লুক জঙ্গলে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ে একটা আয়নায়। আয়নায় নিজেকে দেখে ভাল্লুকটি প্রথমে ভয় পেয়ে যায়। ভয়ে লাফ দিয়ে ওঠে। আয়নার পিছনে গিয়ে কে আছে তা দেখার চেষ্টা করে। এরপর আয়নার সামনে আবার ফিরে আসে এবং নিজেকে আবার দেখে ভয় পেয়ে যায় সে। ভয়ে এক সময় আয়নার কাঁচকেই ভেঙে ফেলে সে।
How a bear reacts to a mirror in the forest. pic.twitter.com/FS780FLqKr
— Fascinating (@fasc1nate) September 2, 2023
ভাল্লুকের প্রতিক্রিয়া দেখে ব্যবহারকারীরাও হাস্যকর মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী বলেছেন, 'ভাল্লুক নিজের মুখোমুখি হতে পারে না।' অপর একজন ব্যবহারকারী বলেছেন, 'এ কারণে আমাদের এই ধরনের জিনিস বনে রাখা উচিত নয়।' অন্য একজন ব্যবহারকারী আরও বলেছেন, 'ভাল্লুক নিজেকে দেখেই ভয় পেয়ে গিয়েছে"।