New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-170.jpg)
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই যুবকের চুলের আদলে বাসা বেঁধেছে মৌমাছিরা।
যুবকের মাথায় বিশালাকার মৌচাক। এমনই এক ভিডিও দেখে গা ঘিনঘিন করে উঠবে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও এমনই যা দেখে আপনি অবাক হতে বাধ্য।
সোশ্যাল মিডিয়ার জগতের ব্যপ্তি সুদুরপ্রসারিত। ভাইরাল ভিডিওতে আপনি সেই যুবককে দেখতে পাচ্ছেন, যাকে দেখে সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা বলেই মনে হবে। কারণ তার চুলে রয়েছে বিশালাকার মৌচাক।
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই যুবকের চুলের আদলে বাসা বেঁধেছে মৌমাছিরা। মৌমাছিএ আক্রমণ কতটা সাংঘাতিক সেকথা সকলেরই জানা। আর এই ভিডিওতে মৌমাছির সঙ্গে ঘর করছেন এই যুবক।
ভিডিওটি একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে আপনি কি এর জন্য পৃথিবীতে এসেছেন? একজন ব্যবহারকারী লিখেছেন যে বিশ্ব এভাবেই শেষ হতে চলেছে। অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন এই ব্যক্তি কি করতে চান।
I do not know what to say! WTH?? 🤣🤣pic.twitter.com/BThXTzCt2w
— Figen (@TheFigen_) August 15, 2023
অনেক টুইটার ব্যবহারকারী ভিডিওটিতে যুবককে ট্রোল করছেন, আবার কেউ কেউ এমনভাবে উত্তর দিচ্ছেন যা অবাক করার মতো। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই মর্মান্তিক ভিডিও তৈরি করে এই ব্যক্তি কি তার প্রতিভা দেখাতে চান? উত্তর দেওয়ার সময় অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন যে ভাইরাল হওয়ার জন্য এই সব করা হচ্ছে।