New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_127cd8.jpg)
ছবিতে দেখা যাচ্ছে রাস্তার দাঁড়িয়ে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। এক হাত বাড়ানো। অন্য হাতে ধরে রয়েছেন ফোন পে স্ক্যানার ।
ছবিতে দেখা যাচ্ছে রাস্তার দাঁড়িয়ে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। এক হাত বাড়ানো। অন্য হাতে ধরে রয়েছেন ফোন পে স্ক্যানার।
ছবিতে দেখা যাচ্ছে রাস্তার দাঁড়িয়ে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। এক হাত বাড়ানো। অন্য হাতে ধরে রয়েছেন ফোন পে স্ক্যানার ।
ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি। এমনই এক ছবি সামনে এসেছে। যেখানে এক ভিখারিকে কিউআর কোড হাতে নিয়ে ভিক্ষাবৃত্তি করতে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি দেখে আপনিও বলবেন যে আমাদের দেশ সত্যিই ডিজিটাল হচ্ছে। এখানকার ভিক্ষুকরাও এখন ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি করছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই অনেক কিছু ভাইরাল হয়। কিন্তু এখন যে ছবি ভাইরাল হচ্ছে, এমন দৃশ্য আগে খুব কমই দেখা গিয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে রাস্তার দাঁড়িয়ে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। এক হাত বাড়ানো। অন্য হাতে ধরে রয়েছেন ফোন পে স্ক্যানার । অনেকেই ভিক্ষুককে দেখলে খুচরো নেই বলে অজুহাত দিতে দেখা যায়। এবার সেই অজুহাত দেওয়ার পালা শেষ।
এই পোস্টটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @luckyschawla নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত পোস্টটি দেখেছেন ১০ হাজারের বেশি মানুষ। তবে এই ছবিটি কখন এবং কোথায় তোলা হয়েছে তা জানা যায় নি।
Hello @PChidambaram_IN ! pic.twitter.com/yUYHY83oEs
— Sardar Lucky Singh🇮🇳 (@luckyschawla) February 6, 2024