New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/court.jpg)
সংস্থার নামকেই নিজের নাম করা? হ্যাঁ, এমনটাই হয়েছে খাস কলকাতার বুকেই। অনামিকা মজুমদার নিজের নাম বদলে রাখলেন 'সুপ্রিম ইম্পেরিয়াম'।
সত্যজিৎ রায় সৃষ্ট 'হীরক রাজার দেশে' সিনেমার সেই বিখ্যাত গানটি মনে আছে? 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'? হ্যাঁ এবার সেই রঙ্গই ঘটল বঙ্গে। এতদিন নিজেদের নামে সংস্থার নাম দোকানের নাম দেওয়া প্রচলিত ছিল। কিন্তু সংস্থার নামকেই নিজের নাম করা? হ্যাঁ, এমনটাই হয়েছে খাস কলকাতার বুকেই।
অনামিকা মজুমদার নিজের নাম বদলে রাখলেন 'সুপ্রিম ইম্পেরিয়াম'। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা অনামিকার এই নাম বদলের বিষয়টি লোকচক্ষুর নজরে আসে একটি সংবাদপত্রের বিজ্ঞাপন থেকে। যেখানে পয়লা মার্চ একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। সেখানে নাম বদলে এফিডেভিট কলামে লেখা থাকে, "আজ থেকে আমি অনামিকা মজুমদার নয়, সুপ্রিম ইম্পেরিয়াম নামে পরিচিত হব।"
I want to know her story pic.twitter.com/4hQUdOBafN
— wanandaf vision (@nah_im_abdulla) March 6, 2021
এই বিজ্ঞাপনটি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়। চোখ কপালে ওঠে নেটিজেনদের।
Here's what I presume:
Supreme Imperium is similar to business name. She must have obtained some loan to purchase machinery and submitted quotations from Supreme Imperium ( can be real business or fake quotation). (1/2)— डा. नेपाली केटो.८६ (@Nepali___Keto) March 6, 2021
এক টুইটারেত্তি যেমন বলেন, "আমার মনে হয় উনি ব্যবসা সংক্রান্ত কোনও জটিলতা বা লোন সংক্রান্ত সমস্যার কারণে নিজের নাম বদলেছেন।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন