New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/krishnokoli.jpg)
গল্পের এই প্লটবদলই ‘কৃষ্ণকলি’কে হাসির খোরাক করে তুলেছে সোশ্যাল মিডিয়া। বিষ খেয়ে সে নাকি ফর্সা হয়ে উঠেছে। কেউ কেউ ফর্সা হওয়ার ক্রিম মেখেছে বলে মন্তব্য করেছেন। এরকমই না না মন্তব্যে ভাইরাল কৃষ্ণকলি।
Advertisment
বরাবরই, টিআরপির তালিকায় সর্বদাই প্রথম সারিতে থাকে ‘কৃষ্ণকলি’। গ্রামের কালো মেয়ে বড়লোক বাড়ির বউ হয়ে এসেছিল। এরপর নানা টানোপোড়নের মধ্যে দিয়ে কাটাতে হয় সংসার। এক এপিসোডে বিষ খেয়ে ফেলে সে। এরপর মারা যায়। কিন্তু শ্যামার মৃত্যু মানতে পারে না স্বামী নিখিল। সে মনে করেন ফিরে আসবে তার স্ত্রী। এমন সময় রাস্তায় দেখতে পায় এক মেয়েকে। যার মুখশ্র্রী হুবহু কৃষ্ণকলির সঙ্গে মেলে। শুধু মাত্র গায়ের রঙ আলাদা। এরপরই ট্রোল হতে শুরু করে কৃষ্ণকলি।