New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/krishnakoli_feature.jpg)
পিপিই পরা ডাক্তার হতে বাথরুম বা রান্না ঘর পরিষ্কার জিনিসটি নিয়ে ক্রমশ রোগীর বুকের উপর চাপ দিচ্ছে।
'জুগার' দিয়ে কাজ চালাতে গিয়ে ট্রোলের মুখে কৃষ্ণকলি ধারাবাহিক। মুখরোচক গল্প বানাতে গিয়ে বেশ কিছু সময় এমন কিছু দৃশ্য দেখানো হয় ধারাবাহিকে, যা নিয়ে নানা তর্ক বিতর্কের মাঝে চলতে থাকে চর্চা। সেই দৃশ্যের নেপথ্যে খাটে না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা।
মেডিক্যাল ডিভাইসের জায়গায় ব্যবহার করা হল, বাথরুম পরিষ্কারের স্কচবাইট। হ্যা, অবাক হবেন না। তাই ঘটেছে। না এতে রোগী সুস্থ হয় না। আসলে স্টুডিওতে ডিফাইব্রিলেটার মেশিন না থাকায় ওমন আকৃতির কিছু একটা খুঁজে বের করতে গিয়ে নিয়ে আসা হয়েছে বাথরুম পরিষ্কারের জিনিস।
ZEE Bangla TV serial???????????? pic.twitter.com/uuR5G55kLb
— R Bhaduri (@r_bhaduri) August 20, 2020
;
দৃশ্যে দেখা যাচ্ছে, হাসপাতালের আশঙ্কাজনক অবস্থায় বেডে শুয়ে আছেন রোগী। পিপিই পরা ডাক্তার হতে বাথরুম বা রান্না ঘর পরিষ্কার জিনিসটি নিয়ে ক্রমশ রোগীর বুকের উপর চাপ দিচ্ছে। আসলে ও টিকে ভেবে নিতে হবে ডিফাইব্রিলেটার।
দেখুন সেই দৃশ্যটি