New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-166.jpg)
ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এই অটোচালক।
স্মার্ট ওয়াচে ডিজিট্যাল পেমেন্ট। অটোওয়ালার ‘স্মার্ট কাণ্ডে’ মশগুল নেটপাড়া। পথে ঘাটে বেরোলে খুচরো’র সমস্যায় পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া মুসকিল। অনেক সময় খুচরো’র অভাবের কারণে বাসে-ট্রেনে-অটোতে ভাড়া মেটাতে সমস্যার মধ্যে পড়তে হবে। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এলেন এক স্মার্ট অটোচালক। তিনি তার স্মার্টওয়াচের মাধ্যমে ডিজিট্যাল পেমেন্ট নিচ্ছেন যাত্রীদের কাছ থেকেই। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা মন্তব্যে জানিয়েছেন, চায়ের দোকান থেকে শুরু করে পান স্টল এমনকী ট্রেনে বাসে দেখা মেলে ডিজিট্যাল ভিখারিরও। তাহলে অটোতে কেন নয় স্মার্ট পেমেন্ট?
বেঙ্গালুরুতে একজন অটো চালক তার স্মার্টওয়াচে একটি QR কোডের মাধ্যমে অর্থগ্রহণ করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। জানা গিয়েছে অটো থেকে নামার পর এক যাত্রীর কাছে খুচরো না থাকায় তিনি ভাড়া নিয়ে অটোচালকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ঠিক তখনই নিজের স্মার্টওয়াচে কিউ আর কোড সামনে আনেন অটোচালক। এতে সেই যাত্রি তো বটেই। অটোতে থাকা অন্য যাত্রীরাই রীতিমত অবাক হয়ে যান। স্মার্ট ওয়াচে স্ক্রিনসেভার হিসাবে QR কোড রেখে সকলকেই চমকে দেন ওই অটো চালক।
বেঙ্গালুরু শহরটি উদ্ভাবন এবং সৃজনশীলতার জন্য পরিচিত। তার সমৃদ্ধ স্টার্টআপ সংস্কৃতি, আইটি শিল্প, ট্রাফিক, অসাধারণ এই ঘটনাটি এখন তোলপাড় ফেলেছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় তুলেছে, ব্যবহারকারীরা অটো চালকের চতুরতার প্রশংসা করেছেন। পোস্ট করা ছবিটি 105K এরও বেশি ভিউ পেয়েছে এবং মানুষকে অবাক করে দিয়েছে।