Bengaluru Bus Conductor: টিকিট কাটা নিয়ে বচসা, মহিলা যাত্রীকে সপাটে চড়, 'সবক' শিখিয়ে শাস্তির মুখে বাস কন্ডাক্টর

ভিডিওতে দেখা যাচ্ছে টিকিট কাটা নিয়ে বচসার জেরে বাসের এক মহিলা যাত্রীকে সপাটে চড় মারেন ওই বাসের কন্ডাক্টর।

ভিডিওতে দেখা যাচ্ছে টিকিট কাটা নিয়ে বচসার জেরে বাসের এক মহিলা যাত্রীকে সপাটে চড় মারেন ওই বাসের কন্ডাক্টর।

author-image
IE Bangla Web Desk
New Update
"Bangalore Metropolitan Transport Corporation,Bengaluru bus conductor suspended after video of him hitting woman went viral,Bengaluru Bus Conductor Suspended After attack on woman"

ভিডিওতে দেখা যাচ্ছে টিকিট কাটা নিয়ে বচসার জেরে বাসের এক মহিলা যাত্রীকে সপাটে চড় মারেন ওই বাসের কন্ডাক্টর।

টিকিট কাটা নিয়ে বচসার জেরে ধুন্ধুমার। মহিলাকে 'সবক' শিখিয়ে শাস্তির মুখে বাস কন্ডাক্টর। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে টিকিট কাটা নিয়ে বচসার জেরে বাসের এক মহিলা যাত্রীকে সপাটে চড় মারেন ওই বাসের কন্ডাক্টর।
বেঙ্গালুরুতে এক বাস কন্ডাক্টরকে বাসে এক মহিলা যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি) ব্যবস্থা নিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই বাস কন্ডাক্টরের সঙ্গে মহিলার কথাকাটাকাটি হচ্ছে সেই সময় মেজাজ হারিয়ে তিনি ওই মহিলাকে সপাটে এক চড় মারেন।

বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি) এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এক প্রেস বিজ্ঞপ্ততে বলেছে মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সবার আগে। ভিডিও ভাইরাল হতেই ওই বাস কন্ডাক্টরকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Advertisment

সংস্থার বাসে মহিলা যাত্রীরা যাতে নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করতে সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে মহিলাদের জন্য আলাদা আসন, আলাদা দরজা, প্যানিক বোতাম, সিসিটিভি, তথ্য বোর্ড স্থাপন, বাস স্টেশনে মহিলাদের বিশ্রাম কক্ষ, হেল্পলাইন। ওই মহিলা যাত্রী সিদ্দাপুর থানায় কন্ডাক্টরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।

viral