Advertisment

UBER বাইক চালাচ্ছেন Google কর্মী! ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়

সম্প্রতি Google এর এক প্রাক্তন কর্মচারীকে বাইক চালিয়ে জীবিকা অর্জন করতে দেখে সোশ্যাল মিডিয়ায় সকলেই রীতিমত অবাক।

author-image
IE Bangla Web Desk
New Update
bengaluru, peak bengaluru, uber moto, bike, google, viral post, trending, trending stories, x, twitter

UBER বাইক চালাচ্ছে প্রাক্তন গুগল কর্মচারী

UBER বাইক চালাচ্ছেন প্রাক্তন গুগল কর্মচারী! চমকে উঠলেন? হ্যাঁ এমনই এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। স্বল্প দূরত্বে যাতায়াত করার জন্য অনেকেই এখন  উবার বাইক পরিষেবা নিয়ে থাকেন। তেমনই ব্যাঙ্গালুরু শহরে এক UBER বাইক চালকের পরিচয় জেনে গ্রাহকের চোখ কপালে।   

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে উবার বাইক চালাতে দেখা যায়।  দাবি করা হচ্ছে তিনি গুগলের একজন প্রাক্তন কর্মচারী এবং সম্প্রতি হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে এসেছেন এবং তিনি বর্তমানে উবার বাইক চালাচ্ছেন।গুগল বিশ্বের শীর্ষ সংস্থাগুলির মধ্যে অন্যতম। যেখানে চাকরি পাওয়া স্বর্গসুখ থেকে কম কিছু নয়। শুধু মোটা অঙ্কের বেতনই নয়, সব ধরনের সুযোগ-সুবিধাও পান গুগলের কর্মচারীরা। যা অন্য কোম্পানিতে খুব কমই পাওয়া যায়।

সম্প্রতি Google এর এক প্রাক্তন কর্মচারীকে বাইক চালিয়ে জীবিকা অর্জন করতে দেখে সোশ্যাল মিডিয়ায় সকলেই রীতিমত অবাক।  এই ঘটনা মানুষকে ভাবতে বাধ্য করেছে। গুগলের একজন প্রাক্তন কর্মীকে বেঙ্গালুরুতে উবার বাইক চালাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন এক ব্যক্তি। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি একটি বাইক চালাচ্ছেন এবং তার পিছনে বসে থাকা ব্যক্তিটি তাকে বাইক চালানোর ভিডিও তৈরি করছেন।

রাঘব দুয়া নামে এক ব্যক্তি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন মনে হয় শহর সম্পর্কে জানার জন্যই তিনি এমন করছেন।  মাত্র ৪ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি বার দেখা হয়েছে, যেখানে শ’য়ে শ’য়ে মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি বিশাখাপত্তনমের একজন ৫৩ বছর বয়সী প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে দেখা করেছি, যিনি এখন দিল্লিতে থাকেন এবং র‌্যাপিডো চালান। মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে তিনি এই কাজ করে থাকেন।

viral uber google
Advertisment