Advertisment

Viral Video : মেয়েকে নাচে উৎসাহ দিতে প্রতিবন্ধী বাবার অবাক করা কাণ্ড, দেখুন ভিডিও

Bike Rider Salary: 'আপনি মাসে কত উপার্জন করেন?'এই প্রশ্নে বেঙ্গালুরুর এক বাইক রাইডারের উত্তর সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
viral video

Uber-Rapido রাইডারের উপার্জন শুনে ভিরমি খাবেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলল বাবা-মেয়ের ভিডিও

Bike Rider Salary: 'আপনি মাসে কত উপার্জন করেন?'এই প্রশ্নে বেঙ্গালুরুর এক বাইক রাইডারের উত্তর সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে।  

Advertisment

Paytm CEO বিজয় শেখর শর্মা X-এ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে একজন রাইডারকে বলতে শোনা যায় তিনি বাইক চালিয়ে প্রতি মাসে ৮০-৮৫ হাজার টাকা উপার্জন করেন। 

পেটের তাগিদে অনেকেই র‌্যাপিডোর মত অ্যাপ বেসড বাইক রাইডার হিসাবে কাজ করেন। কিন্তু জানেন কী একজন অ্যাপ বেসড বাইক রাইডার প্রতি মাসে স্রেফ বাইক চালিয়ে ৮০-৮৫ হাজার টাকা উপার্জন করতে পারেন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি নেটদুনিয়ায় নতুন বিতর্ক তৈরি করেছে। 

Advertisment

ভাইরাল ভিডিওতে, রাইডারকে বলতে শোনা গিয়েছে তিনি প্রতিদিন ১৩ ঘন্টা ডিউটি ​​করেন এবং মাসে প্রায় ৮০-৮৫ হাজার টাকা আয় করেন। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে লোকজন বলেন, আজকাল আইটি সেক্টরে মানুষ চাকুরি করেও এত বিপূল পরিমাণ বেতন পান না। ভিডিওতে ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করেছেন। কিছু মানুষ  ভিডিওতে বলা রাইডারের দাবিকে সত্য বলে মানতে নারাজ।

বাবা-মেয়ের ভিডিও দেখে আবেগে ভাসল নেটপাড়া

প্রতিটি মেয়েই তাদের বাবাদের কাছে যেন চোখের মণি।  সন্তানের খুশির জন্য বাবা যে কোন বাঁধাকে অনায়াসেই জয় করতে পারেন। বাবা-মেয়ের এমনই এক মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। 

যে কোন মেয়ের কাছে তার বাবাই তার জীবনের বাস্তব নায়ক। বাবা ও মেয়ের এই অমূল্য সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  এমনই একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে এক প্রতিবন্ধী বাবা তার মেয়ের নাচের পারফরম্যান্সে যোগ দিতে হুইলচেয়ারে চেপেই মঞ্চে আসেন এবং মেয়েকে নাচে উৎসাহ দেন। ভাইরাল এই ভিডিও দেখে আবেগাপ্লুত সকলেই।

 

viral
Advertisment