অভিনেতা অভয় দেওয়ালের মতে এটাই সেরা কমেন্ট্রি। দিন দুয়েক আগে ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সেই ভিডিও সঙ্গে কেমেন্ট্রি। তারপরই নেট জনতার মন কেড়েছে ওই ভিডিও।
একটা ফুটবল ম্যাচের গোলকিপারের কেরামতি রয়েছে ফুটেজে। নিজের ভবিষ্যতের কথা না চিন্তা করে গোলপোস্টের সামনে ড্রাইভ দেন তিনি। কয়েক ইঞ্চির ব্যবধান গোল হওয়া থেকে বলকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হয়। কিন্তু গোলপোস্ট গিয়ে ধাক্কা খায় ফুটবলার। দুপায়ের ফাঁকে আঘাত পায় সে। কিন্তু তার জন্য যে কমেন্ট্রি করেছেন কেমেন্টার তা শুনে হেসে লুটোপুটি নেটপাড়া।
Read the full story in English
কমেন্ট্রি শুনে হেসে খুন নেটপাড়া, শুনে দেখুন
দুপায়ের ফাঁকে আঘাত পায় খেলোয়ার। কিন্তু তার জন্য যে কমেন্ট্রি করেছেন কেমেন্টার তা শুনে হেসে লুটোপুটি নেটপাড়া।
দুপায়ের ফাঁকে আঘাত পায় খেলোয়ার। কিন্তু তার জন্য যে কমেন্ট্রি করেছেন কেমেন্টার তা শুনে হেসে লুটোপুটি নেটপাড়া।
অভিনেতা অভয় দেওয়ালের মতে এটাই সেরা কমেন্ট্রি। দিন দুয়েক আগে ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সেই ভিডিও সঙ্গে কেমেন্ট্রি। তারপরই নেট জনতার মন কেড়েছে ওই ভিডিও।
একটা ফুটবল ম্যাচের গোলকিপারের কেরামতি রয়েছে ফুটেজে। নিজের ভবিষ্যতের কথা না চিন্তা করে গোলপোস্টের সামনে ড্রাইভ দেন তিনি। কয়েক ইঞ্চির ব্যবধান গোল হওয়া থেকে বলকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হয়। কিন্তু গোলপোস্ট গিয়ে ধাক্কা খায় ফুটবলার। দুপায়ের ফাঁকে আঘাত পায় সে। কিন্তু তার জন্য যে কমেন্ট্রি করেছেন কেমেন্টার তা শুনে হেসে লুটোপুটি নেটপাড়া।
Read the full story in English