জঞ্জাল থেকে তৈরি বিশ্বের বৃহত্তম রুদ্র বীণা, অবাক করা শিল্পকর্মে স্তম্ভিত নেটপাড়া

বিশ্বের সবচেয়ে বড় রুদ্র বীণা ২৮ ফুট লম্বা, ১০ ফুট চওড়া ও ১২ ফুট উঁচু।

বিশ্বের সবচেয়ে বড় রুদ্র বীণা ২৮ ফুট লম্বা, ১০ ফুট চওড়া ও ১২ ফুট উঁচু।

author-image
IE Bangla Web Desk
New Update
Rudra Veena From Vehicle Scraps And Trash, Viral News of Rudra Veena, Trending News of Rudra Veena, Amazing News of Rudra Veena, Shocking News of Rudra Veena, latest tending News of Rudra Veena, trending News of Rudra Veena on twitter, trending News of Rudra Veena on facebook, trending News of Rudra Veena on instagram, trending News of Rudra Veena on youtube,

বিশ্বের সবচেয়ে বড় রুদ্র বীণা ২৮ ফুট লম্বা, ১০ ফুট চওড়া ও ১২ ফুট উঁচু।

ভোপালের শিল্পীদের অবাক করা প্রতিভা। তাদের কাজের তারিফ করেছেন নেটিজেনরা। জঞ্জাল ও আবর্জনা থেকে তৈরি করেছেন বিশ্বের বৃহত্তম রুদ্র বীণা। আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে শিল্পীদের তাক লাগানো প্রতিভা। সম্প্রতি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এমনই একদল শিল্পী তাদের শিল্পকর্ম দিয়ে সকলকে চমকে দিয়েছেন। তাদের হাতেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রুদ্র বীণা। বিশেষ বিষয় হল এই রুদ্র বীণা তৈরি করা হয়েছে আবর্জনা ও বর্জ্য পদার্থ থেকে। যা দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন। এককথায় মানুষের ঢল নেমেছে।

Advertisment

বিশ্বের সবচেয়ে বড় রুদ্র বীণা ২৮ ফুট লম্বা, ১০ ফুট চওড়া ও ১২ ফুট উঁচু। এটি তৈরিতে মোট ১০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। শিল্পীদের দাবি, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় রুদ্র বীণা। শিল্পীরা জানিয়েছেন 'নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য'। রুদ্র বীণা তৈরিতে বল বিয়ারিং, চেন, তার ছাড়াও আরও অনেক জিনিস ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পীরা। তথ্য অনুযায়ী, এই রুদ্র বীণা তৈরিতে মোট ১৫ জন শিল্পী হাত মিলিয়েছেন। আবর্জনা সংগ্রহ থেকে এই বীণা তৈরি করতে মোট ছয় মাস লেগেছে।

Advertisment

বিশ্বের বৃহত্তম রুদ্র বীণা হওয়ার পর এটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের টিটি নগর এলাকায় অটল পথের প্লাটিনাম প্লাজার কাছে রাখা হয়েছে। সেটিকে ঘিরে শুরু হয়েছে মানুষের মধ্যে উন্মাদনা। সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন সকলেই। আবর্জনা-বর্জ্য পদার্থ থেকে এত বড় বীণা তৈরি করা যায় তা দেখে সকলেই বেশ অবাক।

viral